আজকাল ওয়েবডেস্ক: রমেশ সিপ্পির সুপারহিট ছবি 'শোলে'তে জয় (অমিতাভ বচ্চন) কখনও টস হারেনি। 

বাস্তবের রোহিত শর্মার ভাগ্য  'জয়'-এর মতো নয়। তাঁর টাস ভাগ্য নেই বললেই চলে। তাই টস করতে নামলেই তিনি হারেন। টসে যে তিনি হারবেনই হারবেন, সেই দেওয়াললিখন বোধহয় পড়ে ফেলেছেন রোহিত। 

বৃহস্পতিবারও ব্যতিক্রম ঘটল না। বাংলাদেশের বিরুদ্ধেও টসে হার মানেন রোহিত। আর লক্ষ্মীবার টস হারায় ওয়ানডে-তে ১১-বার টসে হারল ভারত। টস হারার নিরিখে বিচার করলে ভারতের সঙ্গে একই বন্ধনীতে রয়েছে নেদারল্যান্ডস। নতুন এক রেকর্ড ভারতের।  টসের দিক থেকে রোহিত ভাগ্য বিড়ম্বিত এক ক্যাপ্টেন। এতেই তা প্রমাণ হচ্ছে। 

এই ১১টি ম্যাচের সবকটিতেই যে রোহিত শর্মা দলকে নেতৃত্ব দিয়েছেন তা নয়, লোকেশ রাহুলও তিনটি ম্যাচে দলের ক্যাপ্টেন ছিলেন। রোহিত না খেলায় ২০২৩ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পরে দক্ষিণ আফ্রিকা সিরিজে রাহুলের হাতেই উঠেছিল নেতৃত্বের আর্মব্যান্ড। বাকি আটটি ম্যাচে অবশ্য দলনায়ক ছিলেন হিটম্যান। 
ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত টস হেরেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও টসে হারল টিম ইন্ডিয়া। 

অবশ্য টস হেরে যদি ম্যাচ জেতা যায় তাহলে মন্দ কী! আসলে তো সবাই দেখতে চায় টিম ইন্ডিয়া জিতছে। যতক্ষণ ভারত জিতছে, ততক্ষণ টস ভাগ্য বা অন্য কিছু পিছনের সারিতে। রোহিত শর্মাও সেই সব নিয়ে খুব একটা ভাবিত নন। চিন্তিতও নন। এগুলো কেবল রেকর্ড বইয়েই জায়গা পাবে।