আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দল নির্বাচনে অসন্তুষ্ট ভক্তরা। রোহিত শর্মার দলের প্রথম একাদশ দেখে বিস্মিত প্রাক্তনরাও। অর্শদীপ সিংয়ের প্রথম একাদশে জায়গা হল না। দলে নেওয়া হল হর্ষিত রানাকে। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীরও জায়গা হয়নি প্রথম একাদশে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অভিষেক হয় হর্ষিত রানার। হেড কোচ গৌতম গম্ভীরের হাত রয়েছে তাঁর মাথায়। কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের কোচিংয়ে খেলেছিলেন হর্ষিত রানা। সেই থেকেই তাঁর উত্থান।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ১৫ জনের যে দল ঘোষণা করেছিল ভারত, সেই দলে ছিলেন না রানা। কিন্তু জশপ্রীত বুমরা ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে দলে ঢোকেন রানা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে ফিরে এসেছেন রবীন্দ্র জাদেজা। অনেকে ধরেই নিয়েছিলেন বরুণ চক্রবর্তীকে খেলানো হবে। টসের আগে দেখা যায় গৌতম গম্ভীর ও রোহিত শর্মা জাদেজা ও অক্ষর পটেলের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলছেন।
ভারতের প্রথম একাদশে জায়গা পান অক্ষর ও জাদেজা। অনেক ভক্তই অবশ্য ভারতের প্রথম একাদশ দেখার পরে বিস্মিত হয়েছেন। নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। অর্শদীপ সিং দুর্দান্ত ফর্মে থাকলেও কেন হর্ষিত রানাকে দলে নেওয়া হল সেই প্রশ্ন তুলেছেন। অর্শদীপ সিং ৯টি ওয়ানডেতে ১৪টি উইকেট নেন। অন্যদিকে হর্ষিত রানা ৩টি ওয়ানডে থেকে ৬টি উইকেট নেন। সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন হর্ষিত রানা কীভাবে অর্শদীপ সিংয়ের আগে দলে ডাক পান? বোকার মতো সিদ্ধান্ত। পক্ষপাতিত্বের সেরা নুমনা।'' আরেক ভক্ত লিখেছেন, ''অর্শদীপ সিং খেলছে না? আমাকে বোকা বানাচ্ছ? অর্শদীপ সিংয়ের দলে ডাক পাওয়া উচিত ছিল। গৌতম গম্ভীরের হর্ষিত রানাকে নিয়ে পক্ষপাতিত্ব মাত্রা ছাড়াচ্ছে।''
শুরুতেই মারাত্মক চাপে বাংলাদেশ। হর্ষিত রানা, মহম্মদ সামি ও অক্ষর প্যাটেল বাংলাদেশের নাভিশ্বাস তুলে দিয়েছেন। কিন্তু গৌতম গম্ভীরের দল বাছাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠল। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চাও হল।
