আজকাল ওয়েবডেস্ক: দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলছেন বিরাট কোহলি-রোহিত শর্মা। কিন্তু তাঁদেরও দেখতে আগ্রহ নেই দর্শকদের। অধিকাংশ স্টেডিয়াম ফাঁকা প্রশ্ন উঠে গেল, তবে কি ওয়ানডে ক্রিকেটের প্রতি অনীহা বাড়ছে ক্রিকেটপ্রেমীদের?
ভারতের ম্যাচ দেখতেও স্টেডিয়াম ভরছে না। এমন দৃশ্য কিন্তু ওয়ানডে ক্রিকেটের জন্য মোটেও ভাল বিজ্ঞাপন নয়। এক ক্রিকেটপ্রেমী তো সোশ্যাল মিডিয়ায় লিখেই ফেললেন, ''একটা গ্লোবাল ক্রিকেট ইভেন্ট যদি ভারতের ম্যাচে স্টেডিয়াম ভরাতে না পারে, তাহলে প্রশাসনিক এবং মার্কেটিংয়ের ব্যর্থতাই বলতে হয়।''
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শকাসন ক্ষমতা ২৫ হাজার। তার অর্ধেক অংশও ভর্তি হয়নি। দিন যত গড়াবে, ততই হয়তো স্টেডিয়াম ভর্তি হবে। কিন্তু অতীতে যেমন হতো, শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে লোক থাকত, এখন আর সেরকম হচ্ছে না।
গতকাল পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচেও করাচি স্টেডিয়াম ভর্তি হয়নি। তা নিয়ে মাইকেল ভন খোঁচা দিয়েছিলেন।
Watching the @ICC champions trophy cricket match between #india and #bangladesh. Stands are empty That would not happen at an #ipl game. Is the one day format becoming irrelevant to the fans ? What’s your view ? Should one day cricket be scrapped and more test cricket ? #भारत…
— Lalit Kumar Modi (@LalitKModi)Tweet by @LalitKModi
ভারত-বাংলাদেশ ম্যাচেও সেই একই ছবি। ললিত মোদির মতো ব্যক্তিত্ব টুইট করেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচ দেখছিলাম। স্ট্যান্ড ফাঁকা। আইপিএলের ম্যাচে এমন ছবি দেখা যায় না। ভক্তদের কাছে ওয়ানডে ফরম্যাট কি প্রাসঙ্গিকতা হারাচ্ছে? তোমাদের মতামত কী? ওয়ানডে ক্রিকেট তুলে দিয়ে কি টেস্ট ক্রিকেটের সংখ্যা বাড়ানো উচিত?'' আসল জায়গায় আলো ফেললেন ললিত মোদি।
