আজকাল ওয়েবডেস্ক: সেমিফাইনালের বল গড়ানোর আগে থেকে ট্র্যাভিস হেডকে নিয়ে চর্চা হচ্ছিল। ম্যাচটা হতে চলেছে, ভারত বনাম ট্র্যাভিস হেডের।
সেই ট্র্যাভিস হেড শুরুতে ঝড় তুলেছিলেন। কিন্তু রোহিত শর্মা আক্রমণে আনেন বরুণ চক্রবর্তীকে। বরুণই ফেরান হেডকে। বরুণের বলে লং অফে তুলে মেরেছিলেন হেড। শুভমান গিল ক্যাচটি ধরেন। অনেকটা ছুটে গিয়ে ক্যাচটা ধরেন তিনি।
তার পরই দেখা যায় আম্পায়ার আলাদা করে কথা বলছেন গিলের সঙ্গে। শুভমান গিলকেও বাধ্য ছাত্রের মতো তাঁর কথা শুনতে দেখা যায়। আসলে শুভমান গিল ক্যাচটা ধরেই বল ছুড়ে দেন। নিয়ম অনুযায়ী, ক্যাচ ধরে নির্দিষ্ট সময় বল ধরে রাখতে হয় হাতে। সেই সময় কত, তা অবশ্য বলা নেই কোথাও। তবে হেডের ক্যাচ ধরেই গিল তা ছুড়ে দেন। সেই কারণেই তাঁকে সতর্ক করে দেন আম্পায়ার।
ধারাভাষ্যকাররাও সেই একই প্রসঙ্গ উত্থাপ্পন করেন ধারাভাষ্য দেওয়ার সময়। তবে ট্র্যাভিস হেডের যে ক্যাচটি ধরেন শুভমান গিল, সেই ক্যাচটি ১৯৯২ বিশ্বকাপে অজয় জাদেজার ক্যাচের কথা মনে করিয়ে দেয়। ১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক অ্যালান বর্ডারের ক্যাচটি ধরেছিলেন জাদেজা। প্রায় সেই ধরনের ক্যাচই এদিন ধরেন গিল।
