আজকাল ওয়েবডেস্ক: অনেক আগেই হয়তো ফিরে যেতেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। শেষমেশ তিনি ৭৩ রান করে ফিরলেন মহম্মদ সামির বলে।
অক্ষর প্যাটেলের ডেলিভারি স্মিথের ব্যাটের কোণা-প্যাডে লেগে স্টাম্পে গিয়ে লাগে। কিন্তু বেল না পড়ায় স্মিথ আউট হলেন না। ভারতের ১৪-তম ওভারের ঘটনা। স্টিভ স্মিথ তখন ২৩ রানে ব্যাটিং করছেন। সেই সময়ে স্মিথ ফিরে গেলে অস্ট্রেলিয়া হয়তো আরও কম রানে থেমে যেত। অক্ষর প্যাটেলও হতাশ।
শুরুতে যে গতিতে রান তুলতে শুরু করেছিল অস্ট্রেলিয়া, সেই গতি কমাতে সক্ষম হন ভারতের বোলাররা।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ICC (@icc)
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া দল ভঙ্গুর। কিন্তু বড় ম্যাচে এরা জ্বলে ওঠে। এদিন যেমন ট্র্যাভিস হেড ফিরে যাওয়ার পরে স্টিভ স্মিথ ইনিংস গোছানোর কাজ শুরু করেন। অযথা ঝুঁকি তিনি নেননি। অ্যালেক্স ক্যারিও দলের প্রয়োজনে জ্বলে ওঠেন।