আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডেই সিরিজ হেরে গিয়েছে ভারত। একদিনের সিরিজে আর একটি ম্যাচ বাকি রয়েছে। সেটি শনিবার সিডনিতে। সিরিজ হেরে যাওয়ায় ভারতীয় দলের প্রথম একাদশে বেশ কিছু বদল হতে পারে।
সাধারণত নিয়মরক্ষার ম্যাচে দলগুলি পরীক্ষানিরীক্ষা সেরে নেয়। প্রথম একাদশের অনিয়মিতদের খেলার সুযোগ দেওয়া হয়। গৌতম গম্ভীর, শুভমন গিলরাও কি ব্যর্থদের বাদ দিয়ে অন্যদের দেখে নেবেন?
অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে অগ্নিপরীক্ষা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে রোহিতের রান ৮ এবং ৭৩। দ্বিতীয় ম্যাচে চাপে পড়ে যাওয়া ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংদের একাধিকবার পরামর্শ দিতেও দেখা গিয়েছে তাঁকে। এই দু’ম্যাচে কোহলির অবদান শূন্য! ক্রিকেটজীবনে প্রথম বার পর পর দু’টি এক দিনের ম্যাচে কোনও রান পাননি তিনি। কোহলি এখনও অবধি ডাহা ফেল। এই পরিস্থিতিতে তৃতীয় ম্যাচেও কি প্রথম একাদশে জায়গা হবে তাঁর? নাকি যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেবেন গম্ভীররা?
তবে প্রশ্ন রয়েছে রোহিতের ফর্ম নিয়েও। বৃহস্পতিবার ৭৩ রান করলেও খেলেছেন ৯৭ বল। রোহিতের খেলা ডট বলের সংখ্যা ৫৭। ওপেন করতে নেমে ৯.৩ ওভার অপচয় করেছেন তিনি। পাওয়ার প্লের অধিকাংশ বলে রানই করতে পারেননি। স্বাভাবিক ভাবেই তৃতীয় এক দিনের ম্যাচে প্রথম একাদশে রদবদলের পথে হাঁটতেই পারেন গম্ভীর। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি অনুযায়ী, সিরিজ শুরুর আগেই নাকি কোচ বলে দিয়েছিলেন, পরের পর ম্যাচে ব্যর্থ হলে সুযোগ পাওয়া যাবে না।
রোহিত সদ্য নেতৃত্ব হারিয়েছেন। সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। তাও অস্ট্রেলিয়ার মাটিতে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ৭৩ রান অন্তত করেছেন। তৃতীয় ম্যাচে যদি পরীক্ষা–নিরীক্ষার জন্য তাঁকে বসানো হয়, তা হলে ওপেনার হিসাবে নামবেন যশস্বী। কোহলি যেমন প্রথম দু’ম্যাচ কোনও রান করতে পারেননি, তেমন যশস্বী একটিই এক দিনের ম্যাচ খেলেছেন গত ফেব্রুয়ারিতে। নাগপুরের ২২ গজে ওপেন করে ১৫ রান করেছিলেন। এক দিনের ক্রিকেটে তাঁরও ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে সিডনির ২২ গজ।
সিডনিতে ইনিংসের শুরুতে ২২ গজে যশস্বীর সঙ্গী হতে পারেন শুভমান। তিনিও প্রথম দু’ম্যাচে ব্যর্থ। তবু অধিনায়ক হিসাবে তাঁর খেলা নিয়ে প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে কে নামবেন? কোহলির উপর কোপ পড়লে তিনে নামতে পারেন রাহুল। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন সহ–অধিনায়ক শ্রেয়স আইয়ার। দ্বিতীয় ম্যাচে রান পেয়েছেন শ্রেয়স। পাঁচ নম্বরে অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ফর্মেও রয়েছেন অক্ষর। ছ’নম্বরে নামতে পারেন ধ্রুব জুরেল। তরুণ উইকেটরক্ষক–ব্যাটারকে দেখে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সিডনিতে এক দিনের ক্রিকেটে অভিষেক হতে পারে তাঁর। সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর থাকবেন সম্ভবত। ব্যাটিং অর্ডারের আট নম্বরে দেখা যেতে পারে আর এক অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে। যদিও প্রথম দুটি ম্যাচে তিনিও ব্যাট হাতে ব্যর্থ। বাকি তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। নয় নম্বরে নামবেন সম্ভবত অর্শদীপ সিং। ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে দেখা যেতে পারে বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে। হর্ষিত রানার পরিবর্তে প্রথম একাদশে আসতে পারেন তিনি। দু’টি ম্যাচে কুলদীপকে বসিয়ে হর্ষিতকে খেলানো নিয়ে গম্ভীরকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। ১১ নম্বরে থাকার কথা মহম্মদ সিরাজের।
তবে রোহিতকে খেলাতেও পারেন গম্ভীর–গিলরা। আবার সিরাজের জায়গায় আনা হতে পারে প্রসিধ কৃষ্ণাকে। বিরাটকেও আর একটা সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে লোকেশ রাহুলকে বসিয়ে ধ্রুব জুরেলকে উইকেটরক্ষক হিসেবে আনা হতে পারে।
