আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপের আগে বাছাই পর্বে শক্তিশালী গ্রুপে পড়ল ভারত। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্র-তে ভারতীয় মহিলা দলের সঙ্গে রয়েছে থাইল্যান্ড, মঙ্গোলিয়া, তিমোর লেস্টে এবং ইরাক। এই গ্রুপের ম্যাচ আয়োজন করবে থাইল্যান্ড। আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত একক রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের বিজয়ী দল মূল পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে। তারা সুযোগ পাবে ২০২৬ সালের ১ থেকে ২৬ মার্চ অস্ট্রেলিয়ার তিনটি শহর মিলিয়ে অনুষ্ঠিত এএফসি মহিলা এশিয়ান কাপ খেলার।
মোট ৩৪টি দল অংশগ্রহণ করছে বাছাইপর্বে। তাদের মধ্যে মূল পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে ৮টি দল। ইতিমধ্যে অংশগ্রহণকারী দেশ অস্ট্রেলিয়া এবং ২০২২ এএফসি মহিলা এশিয়ান কাপের শীর্ষ তিন দল— চ্যাম্পিয়ন চিন, রানার্স-আপ রিপাবলিক এফ কোরিয়া, এবং তৃতীয় স্থানাধিকারী জাপান সরাসরি মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে। উল্লেখ্য, ২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপ শীর্ষ ছ’টি দল সরাসরি ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা মহিলা বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।
