আজকাল ওয়েবডেস্ক: ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ভারতের। তারপরই ১০ জুন, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ব্লু-টাইগার্সদের প্রতিপক্ষ হংকং। তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে কলকাতায়। 

এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির জন্য এবার সন্তোষ ট্রফি জয়ী বাংলার বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা। 

সব অর্থই হংকংয়ের বিরুদ্ধে ভারতকে জিততেই হবে। নাহলে ভারতের কাজ হয়ে যাবে আরও কঠিন। ভারতীয় দলের বিরুদ্ধে যাতে পূর্ণ উদ্যমে নামতে পারে, সেই কারণে বৃহস্পতিবার থেকে সন্তোষজয়ী কোচ সঞ্জয় সেনের কোচিংয়ে প্রস্তুতি  শুরু করে দেবে বাংলা। ২৬ তারিখ এই প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা।

এদিকে শুভাশিস বসু বলছেন, "আমার কাছে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই গুরুত্বপূর্ণ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই বড় ব্যাপার। নিজের সেরাটা উজাড় করে দেবো।''