আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টে দ্বিতীয় দিনের শেষে প্রচণ্ড চাপে ভারত। শনিবার ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১২৮। এখনও ২৯ রানে পিছিয়ে। ক্রিজে আছেন ঋষভ পন্থ এবং নীতিশ কুমার রেড্ডি। এই জায়গা থেকে টেস্ট বাঁচানো কঠিন। যদি না তৃতীয় দিন কোনও মিরাকেল হয়। বর্ডার-গাভাসকর ট্রফির দিন-রাতের টেস্টের প্রথম দিনই ব্যাকফুটে ছিল ভারত। দ্বিতীয় দিন খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিতে হল। একই সঙ্গে রোহিত শর্মার কয়েকটা ভুল পার্থক্য গড়ে দেয়। গোলাপী বলের টেস্ট জিতে সিরিজে অজিদের সমতা ফেরানো শুধুই সময়ের অপেক্ষা। অ্যাডিলেডে গোলাপী বলে গোধূলি লগ্নে ব্যাট করা কঠিন জানাই ছিল। একের পর এক অজি বোলারদের ফাঁদে পা দিলেন ভারতীয় ব্যাটাররা। শেষ সেশনে হারাল ৫ উইকেট। স্টার্ক, কামিন্সদের পেস এবং সুইং খেলতে ব্যর্থ বিরাট, রোহিতরা।‌ বলের মুভমেন্টই বুঝতে পারেনি অধিকাংশ ব্যাটার। 

প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৮৬। ৯৪ রানে এগিয়ে ছিল ভারত। উইকেটে ছিলেন নাথান ম্যাকসুইনি এবং মার্নাস লাবুশেন। দ্বিতীয় দিনের শুরুতে অজি ব্যাটারদের আক্রমণ করা উচিত ছিল। গোলাপী বলে আরও বেশি আগ্রাসী বোলিং করা উচিত ছিল ভারতের। কিন্তু শনিবার সকালে যশপ্রীত বুমরাকে দিয়ে মাত্র চার ওভার বল করান রোহিত। পরে অবশ্য আবার বোলিংয়ে ফেরেন দলের একনম্বর বোলার। রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনতেও কিছুটা দেরী করেন রোহিত। তবে এদিন ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল উইকেটকিপিং। সেরা ছন্দে ছিলেন না ঋষভ পন্থ। উইকেটের পেছনে বেশ কয়েকটা ক্যাচ ফস্কালেন। নয়তো আগেই ভেঙে যেতে পারত ম্যাকসুইনি-লাবুশেন জুটি। দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করে এই জুটি। দিনের শুরুতে বুমরা ম্যাকসুইনিকে (৩৯) ফেরালেও, অর্ধশতরান করেন লাবুশেন। ১২৬ বলে ৬৪ রান করেন। অস্ট্রেলিয়ার ভিত গড়তে সাহায্য করেন। রান পাননি স্টিভ স্মিথ (২), মিচেল মার্শ (৯)। কিন্তু ঘরের মাঠে অনবদ্য ইনিংস ট্রাভিস হেডের। ভারতীয় দলকে পেলেই রুদ্রমূর্তি ধারণ করেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর এবার বর্ডার-গাভাসকর সিরিজে। তাঁর ব্যাটে ভর করেই ১৫৭ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। ১৪১ বলে ১৪০ রান করেন হেড। টেস্ট নয়, পুরোপুরি একদিনের মেজাজে খেলেন। ইনিংসে ছিল ৪টি ছয় এবং ১৭টি চার। ৩৩৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। 

পারথে প্রথম ইনিংসের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু অ্যাডিলেডে তার পুনরাবৃত্তি হল না। গোলাপী বলের টেস্টে ফের ভারতের ব্যাটিং বিপর্যয়। মাত্র ১০৫ রানের মধ্যে ভারতের টপ ফাইভ আউট। বিরাট কোহলি, রোহিত শর্মা সবাই ব্যর্থ। প্রথম টেস্টে শতরান করলেও, আবার ছন্দপতন কোহলির। উইকেটের পেছনে ধরা পড়েন। দুই ইনিংস মিলিয়ে করলেন ১৮ রান। রোহিতও তথৈবচ। ব্যাটিং পজিশন বদলালেও, ফিরল না ছন্দ। ছয় নম্বরে নেমে ৬ রানে আউট ভারত অধিনায়ক। পারথে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে ২০১ রান যোগ হয়েছিল। কিন্তু এদিন যশস্বী জয়েসওয়াল, কেএল রাহুলের জুটিও ব্যর্থ। ১২ রানে প্রথম উইকেট হারায় ভারত। তারপর একনাগাড়ে উইকেট পড়তে থাকে। যশস্বী শুরুটা ভাল করলেও ২৪ রানে আউট হন। শুভমন গিলও তাই। ৩০ বলে ২৮ রান করে আউট হন। স্টার্কের বলে মিডল স্ট্যাম্প উড়ে যায় গিলের। দিনের শেষে উইকেটে রয়েছেন ঋষভ পন্থ (২৮) এবং নীতিশ কুমার রেড্ডি (১৫)। অলৌকিক কিছু না ঘটলে এই জায়গা থেকে ম্যাচ বাঁচানো কঠিন ভারতের। জোড়া উইকেট নেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। এক উইকেট মিচেল স্টার্কের।