আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই টেস্টে ভারত খুব সহজেই হারিয়েছে বাংলাদেশকে। কানপুর টেস্টে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর মধ্যেই বাংলার বাঘেদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে দিল ভারত।
টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদব। আইপিএলে চোট পেয়েছিলেন মায়াঙ্ক। ৩০ এপ্রিলের পর থেকে তাঁকে আর বল হাতে দেখা যায়নি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে। আইপিএলে দ্রুততম বল করে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এবার টাইগারদের বিরুদ্ধে গতির ঝড় তুলবেন মায়াঙ্ক। জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডিও।
৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ গোয়ালিয়রে। ৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামে। ১২ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ।
দু' জন উইকেট কিপারকে দলে রাখা হয়েছে। তাঁর হলেন সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা।
চেন্নাই টেস্টে বড় ব্যবধানে ভারতের কাছে হার মেনেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের ফলাফল কী হয় তা বলবে সময়। তবে টি-টোয়েন্টি ফরম্যাট সম্পূর্ণ ভিন্ন ধরনের। বাংলার বাঘেরা কী করে, সেটাই দেখার।
ঘোষিত ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিশেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেট কিপার), অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।
