আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দল নির্বাচন হয়ে গেল। নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নিলেন মঙ্গলবার। সূর্যকুমার যাদব দলের অধিনায়ক। শুভমান গিল দলের ভাইস ক্যাপ্টেন। এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতের অভিযান শুরু ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর ভারত-পাক বিস্ফোরক ম্যাচ। 

শুভমান গিলকে নিয়ে চর্চা চলছিল। তিনি কি এশিয়া কাপের দলে ঢুকবেন? এ নিয়ে তীব্র আলোচনা চলছিল। ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের নেতৃত্বে ভারত টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে দেশে ফিরেছে। এরপরে শুভমান গিলকে এশিয়া কাপে বাইরে রাখা সম্ভব ছিল না। 

এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে ওপেন করবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে একনম্বর ব্যাটসম্যান। তাঁর সঙ্গে ওপেন করতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। যে সঞ্জু টি-টোয়েন্টি ফরম্যাটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। 

আরও পড়ুন: আকিবকে পাল্টা দিলেন কেদার, বলেই দিলেন ‘‌এই ভারতীয় দল যেকোনও জায়গায় পাকিস্তানকে হারাবে’‌...

তিন ও চারে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকায় গিয়ে অধিনায়ক সূর্যর কাছে আব্দার করেছিলেন তিলক, তাঁকে যেন তিন নম্বরে পাঠানো হয়। সূর্য জায়গা ছেড়ে দিয়েছিলেন তিলক ভার্মাকে। বাকিটা ইতিহাস। 

অভিজ্ঞতা এবং কার্যকারিতার দিক থেকে বিচার করলে হার্দিক পাণ্ডিয়া যে কোনও দলের সম্পদ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে তাঁর। তার উপরে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের হাতও দুর্দান্ত পাণ্ডিয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পাণ্ডিয়ার পারফরম্যান্সের কথা কে ভুলতে পারে! 

ওপেনিংয়ের পাশাপাশি উইকেট কিপিং করবেন সঞ্জু। ব্যাক আপ কিপার হিসেবে নেওয়া হয়েছে জিতেশ শর্মাকে। অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয় শিবম দুবেকে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শিবম দুবে বহুম্যাচে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন। অক্ষর প্যাটেল কার্যকরী অলরাউন্ডার। বল হাতে প্রতিপক্ষের রানের গতি থমকে রাখতে পারেন। আবার ব্যাট হাতেও তিনি প্রয়োজনীয় ইনিংস খেলতে দক্ষ। রিঙ্কু সিংকে দলে নেওয়ায় ব্যাটিং আরও শক্তিশালী হল।  

সূর্যর দলের বোলিংয়ের প্রাণভোমরা জশপ্রীত বুমরাহ। তাছাড়া অর্শদীপ সিং, হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। অর্শদীপকে নিয়ে যাওয়া হয়েছিল ইংল্যান্ডেও। কিন্তু একটি ম্যাচেও তাঁকে খেলানো হয়নি। বাঁ হাতে সেলাই পড়েছিল অর্শদীপের। দুই স্পিনার হিসেবে দলে নেওয়া হয়েছে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে।

১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচ জনের মধ্যে কাউকে নেওয়া হবে। 

এশিয়া কাপের ঘোষিত দল-সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক) সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, জিতেশ শর্মা, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। 

?ref_src=twsrc%5Etfw">August 19, 2025

আরও পড়ুন: এশিয়া কাপের দল থেকে বাদ বাবর-রিজওয়ান, এবার আরও বড় ধাক্কা খেলেন দুই তারকা ...