আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেন ম্যাচের অন্যতম নায়ক। ব্যাট হাতে একাই ধ্বংস করে দিয়েছিলেন ইংরেজ বোলিংকে। কিন্তু চেন্নাইয়ে দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত ওপেনার অভিষেক শর্মা। অনুশীলনে চোট পেয়েছেন তিনি। শুক্রবার চেন্নাইয়ে ক্যাচ অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান অভিষেক। সঙ্গে সঙ্গে মাঠে এসে চোটের জায়গা দেখেন দলের ফিজিওথেরাপিস্ট। এরপর আর অনুশীলন করেননি অভিষেক। ড্রেসিংরুমে ফিরে যান।


তবে মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার সময় অভিষেককে সামান্য খোঁড়াতে দেখা যায়। তিনি নেটে আর ব্যাটও করেননি। ড্রেসিংরুমে প্রায় আধ ঘণ্টা ফিজিও তাঁর চোটের জায়গার চিকিৎসা চালিয়ে যান।


ইডেন ম্যাচে ৭৯ করেছিলেন অভিষেক। এখন প্রশ্ন চেন্নাই ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা। যদি না পারেন সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর বা ধ্রুব জুড়েলের মধ্যে এক জন ঢুকবেন দলে। অভিষেক খেলতে না পারলে ওপেনিংয়ে সঞ্জুর সঙ্গে আসতে পারেন তিলক বর্মা। 


তবে ভারতীয় দলের তরফে এবিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। অভিষেকের চোট কতটা গুরুতর। কিংবা সামান্য কিনা কোনও কিছুই নয়। টিম ম্যানেজমেন্ট মুখে কুলুপ এঁটেছে।


এদিকে চেন্নাইয়ে স্পিনেই বাজিমাতের পরিকল্পনা ভারতের। খেলাতে পারে তিন স্পিনার। চেন্নাইয়ের উইকেট এমনিতেই ধীর গতির। স্পিনাররা সাহায্য পায়।