আজকাল ওয়েবডেস্ক:‌ অস্ট্রেলিয়া সফরে চমকে দিয়েছেন তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। মেলবোর্নে করেছিলেন শতরান। এছাড়া ব্যাট হাতে বাকি টেস্টেও অবদান রেখেছিলেন রেড্ডি। সিডনিতে শুধু রান পাননি। বল হাতেও নিয়েছেন উইকেট। ভারতীয় ক্রিকেটে নতুন নাম এখন নীতীশ কুমার রেড্ডি।
মেলবোর্নে শতরান করে তিনি চমকে দিয়েছিলেন। রবি শাস্ত্রী, সুনীল গাভাসকাররা স্বয়ং প্রশংসা করেছিলেন। রেড্ডির বাবাও মাঠে উপস্থিত ছিলেন। মাঠ থেকে দেখেছেন ছেলের শতরান। সিরিজ শেষে দেশে ফিরেছে ভারত।


সামনে ইংল্যান্ড সিরিজ। প্রথমে টি২০ রয়েছে। দলে রয়েছেন রেড্ডি। ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে খেলা। তার আগে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন নীতীশ রেড্ডি। ইনস্টাগ্রামে একাধিক ছবির পাশাপাশি ভিডিও শেয়ার করেছেন তরুণ অলরাউন্ডার। 


ভিডিওয় দেখা যাচ্ছে, হাঁটুর উপর ভর দিয়ে তিরুপতি মন্দিরের সিঁড়ি ভাঙছেন রেড্ডি। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 


রেড্ডি যখন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছিলেন, তাঁর শহর বিশাখাপত্তনম বিমানবন্দরে রেড্ডিকে অভ্যর্থনা জানাতে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমিয়েছিলেন। হুডখোলা জিমে গ্রামের বাড়ি ফিরেছিলেন রেড্ডি। 


প্রসঙ্গত, বর্ডার গাভাসকার ট্রফিতে ২৯৮ রান করেছেন রেড্ডি। সর্বোচ্চ ১১৪। আর বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট।