আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগেই নাটকীয়তা ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মা জানিয়ে দেন, তিনি টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছেন। 

হিটম্যানের টেস্ট থেকে অবসরের ঘোষণার রেশ কাটতে না কাটতেই বিরাট কোহলিরও টেস্ট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশের খবর প্রকাশ্যে এসেছে। কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে বোর্ড। 

এই আবহেই  শোনা যাচ্ছে ইংল্যান্ড সফরের জন্য ভারতের দল ঘোষণা হতে পারে চলতি মাসের ১৯ বা ২০ তারিখ। 

এই পরিস্থিতিতে দুই তারকা ক্রিকেটারের নাম ভেসে আসছে। তাঁদের কি নেওয়া হবে ইংল্যান্ড সফরে? এই দুই ক্রিকেটার হলেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। কিন্তু নির্বাচকরা স্থির করেছেন তাঁরা আর পিছনে ফিরে তাকাবেন না। সামনের বিশ্ব টেস্ট চক্রের জন্য দলকে তৈরি করবেন। 

এদিকে রোহিত শর্মা টেস্ট থেকে অবসর গ্রহণ করায় তরুণ অধিনায়কের হাতে দলের দায়িত্ব দেওয়ার পক্ষপাতী  নির্বাচকরা। শুভমান গিল এগিয়ে রয়েছেন দৌড়ে। 

১৯ বা ২০ তারিখ কী হবে, সেটাই দেখার। নেতৃত্বের আর্মব্যান্ড কার হাতে ওঠে সেটাও দেখার। 

জুন মাসে ইংল্যান্ড সিরিজ়‌ শুরু। তার প্রায় এক মাস আগে, ২৩ মে সেই সিরিজ়ের দল নির্বাচন করবে ভারতীয় বোর্ড। তার আগে ভারতের এক ‘প্রভাবশালী’ প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলিকে বোঝাবেন, কেন তাঁর এখনই টেস্ট থেকে অবসর নেওয়া উচিত নয়। ইংল্যান্ড সিরিজ়‌ে খেলানোর গুরুত্বও বোঝানো হবে।