আজকাল ওয়েবডেস্ক: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল ভারত। দলে রাখা হয়েছে তারকা পেস বোলার জসপ্রীত বুমরাকে। কিন্তু টুর্নামেন্টে আদৌ জসপ্রীত বুমরা খেলতে পারবেন কিনা তা নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। আগরকার নিশ্চিত ভাবে জানিয়েছেন, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে জসপ্রীত বুমরা খেলতে পারবেন না। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় তিনি পিঠে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।

 

তারকা ফাস্ট বোলারকে আসন্ন আইসিসি টুর্নামেন্টের জন্য দলে অন্তর্ভুক্ত করা হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ এবং ওডিআই সিরিজে খেলবেন না তিনি। অজিত আগরকার জানিয়েছেন, জসপ্রীত বুমরা ফিটনেস স্ট্যাটাসের জন্য অপেক্ষা করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে বোর্ডের মেডিক্যাল টিম বুমরার যাবতীয় পরীক্ষা করে দেখবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেছেন, বুমরার জায়গায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে থাকছেন হর্ষিত রানা।

 

আগরকার সাংবাদিকদের বলেন, ‘আমরা বুমরার ফিটনেস রিপোর্টের জন্য অপেক্ষা করছি। হর্ষিত রানা বুমরার জায়গায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে থাকছেন। বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ওডিআই ম্যাচের জন্য ফিট নন। আমরা পরবর্তী রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছি। তিনি আরও যোগ করেন, ‘বুমরাকে পাঁচ সপ্তাহ বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। বিসিসিআই মেডিকেল টিমের তরফে পরীক্ষা করা হবে বুমরার। তবে আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন’।