আজকাল ওয়েবডেস্ক: ফলোঅন বাঁচিয়ে ফেলল ভারত। সৌজন্যে নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।
অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ১৬৪/৫ হয়ে ধুঁকছিল ভারত। তৃতীয় দিন বড় রান পাননি ঋষভ পন্থ কিংবা রবীন্দ্র জাদেজাও। পন্থ করেন ২৮। আর জাদেজা করেন ১৭। ২২১/৭ হয়ে গিয়ে ভারত যখন ফলোঅনের আতঙ্কে কাঁপছে, তখনই রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন রেড্ডি ও সুন্দর। তৃতীয় দিন চা পানের বিরতির সময় ভারতের রান ৩২৬/৭। নীতীশ রেড্ডি অপরাজিত রয়েছেন ৮৫ রানে। ওয়াশিংটন সুন্দর অপরাজিত আছেন ৪০ রানে। অষ্টম উইকেটে দু’জনে ১০৫ রান যোগ করেছেন এখনও অবধি। তবে ভারত এখনও পিছিয়ে রয়েছে ১৪৮ রানে।
অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে বোলান্ড পেয়েছেন ৩ উইকেট। কামিন্স নিয়েছেন দুটি। তবে কাজ এখনও অনেক বাকি ভারতে। এই জুটি ভারতকে যতটা টেনে নিয়ে যায় ততই মঙ্গল ভারতের।
