আজকাল ওয়েবডেস্ক:‌ জাতীয় দলে ফিরতে চান। আর তাই আইপিএলকে পাখির চোখ করছেন নভদীপ সাইনি। 


প্রসঙ্গত, ২০২১ সালের পর থেকে জাতীয় দলের বাইরে নভদীপ সাইনি। খারাপ পারফরম্যান্সের পাশাপাশি চোট সমস্যা ভুগিয়েছে তাঁকে। নিজের জায়গা ফেরত পেতে চাইছেন তিনি। সেই পথে কোচ গৌতম গম্ভীরকে পাশে পেয়েছেন নভদীপ। তবে সশরীরে কিন্তু নয়। গম্ভীরের মন্ত্র মনে রেখে এগিয়ে যেতে চান এই ভারতীয় পেসার।


গত আইপিএলের আগে বড় নিলামে কোনও দল কেনেনি নভদীপকে। আপাতত দিল্লি প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। প্রথম কয়েকটা ম্যাচে খুব একটা ভাল বল করতে পারেননি। ধীরে ধীরে ছন্দে ফিরছেন নভদীপ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নভদীপ জানিয়েছেন, প্রত্যাবর্তনের শুরুটা করে দিয়েছেন তিনি।


নভদীপ বলেন, ‘‌অনেক দিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলিনি। তাই শুরুটা ভাল হয়নি। নিজের দক্ষতা অনুযায়ী খেলতে পারছিলাম না। আমি জানি আরও ভাল খেলতে হবে। কয়েকটা ম্যাচের পর থেকে ভেবেছি, কী ভাবে আরও উন্নতি করব। অনুশীলনে পরিশ্রম করেছি। তারই ফল পাচ্ছি। আশা করছি সামনের ম্যাচগুলোত আরও ভাল খেলব।’‌ 


নভদীপকে দিল্লির রঞ্জি দলে সুযোগ দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর কাছে অনেক কিছু শিখেছেন তিনি। সেই শিক্ষা কাজে লাগাচ্ছেন নভদীপ। তিনি বলেন, ‘‌আমি ঘরোয়া ক্রিকেটে ওঁর অধীনে খেলেছি। ওর অধিনায়কত্বের ধরন আলাদা। ঠিক তেমনই কোচিংয়ের ধরনও আলাদা। সকলে সেটা দেখতে পাচ্ছে। শুরুতে হয়তো একটু সমস্যা হয়েছিল। এখন ভারতীয় দলের খেলা দেখেই বোঝা যাচ্ছে গৌতি ভাইয়ের কতটা ভূমিকা। আমাকেও গৌতি ভাই অনেক কিছু শিখিয়েছে। সবচেয়ে বড় শিক্ষা, লড়াই না ছাড়া। হয়তো কয়েকটা বছরে পিছিয়ে গিয়েছি। কিন্তু আমি লড়াই ছাড়ব না। আবার ফিরব।’‌


দলীপের গত মরসুমে নজর কেড়েছিলেন নভদীপ। তিনটে ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। রঞ্জিতেও ভাল বল করেছিলেন। তার ফলেই ২০২৪ সালের নভেম্বর মাসে ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন নভদীপ। এ বার জাতীয় দলের ফেরার চেষ্টা করছেন তিনি।

এদিকে, পাকিস্তানকে রীতিমতো হুমকি দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার কেদার যাদব। 

 

আরও পড়ুন:‌ আকিবকে পাল্টা দিলেন কেদার, বলেই দিলেন ‘‌এই ভারতীয় দল যেকোনও জায়গায় পাকিস্তানকে হারাবে’‌...


এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। মঙ্গলবার হবে টিম ইন্ডিয়ার দল নির্বাচন। তবে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত–পাক ম্যাচ নিয়ে উত্তাপ চড়ছে। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হবে সেই ম্যাচ। ইতিমধ্যেই দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই স্কোয়াড নিয়ে পাক নির্বাচক প্রধান আকিব জাভেদ হুঙ্কার দিয়েছেন, এই দল এশিয়া কাপে ভারতকে হারাতে পারে। এবার আকিবকে পাল্টা দিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কেদার যাদবের তোপ, যেকোনও জায়গায় পাকিস্তানকে হারিয়ে দেবে ভারত।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টে চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে। ভারত–পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ খেলা হবে ১৪ সেপ্টেম্বর।