আজকাল ওয়েবডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচেই লজ্জার মুখে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। শুক্রবার থেকে ডারবানে শুরু হয়েছে চার ম্যাচের টি-২০ সিরিজ। খেলা শুরুর আগে চিরাচরিত প্রথা মেনে জাতীয় সংগীত গাওয়া হচ্ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যায় ভারতের জাতীয় সঙ্গীত মাঝে দু'বার থেমে যায়। তখন ক্যামেরায় ধরা ছিল ভারতীয় ক্রিকেটারদের মুখ। হতবাক হয়ে যান হার্দিক পাণ্ডিয়া, তিলক বর্মারা।‌কিছুক্ষণের জন্য সঙ্গীত থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবার শুরু হয়। ক্রিকেটাররা আবার গাইতে আরম্ভ করে। আবার কয়েক সেকেন্ড চলার পর থেমে যায় ভারতের জাতীয় সঙ্গীত। হার্দিক সহ বেশ কয়েকজন অবাক হয়ে যায়। হাসিমুখে ক্যামেরায় ধরা দেন সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেলরা। তারপর ক্রিকেটাররা হাততালি দিয়ে মাঠে উপস্থিত দর্শকদের গাইতে অনুরোধ করে। তার সঙ্গে নিজেরাও গলা মেলায়। 

এই ঘটনায় সিরিজে বল গড়ানোর আগেই সমালোচিত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। লজ্জায় পড়েছে প্রোটিয়াদের বোর্ড। এই ঘটনায় ক্ষুব্ধ সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন‌। তাঁদের দাবি, ভারতের জাতীয় সঙ্গীতকে অশ্রদ্ধা করা হয়েছে। অনেকেই শাস্তির দাবি তোলে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়েছে। এদিকে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান আইডেন মার্করাম। নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের রান ২০২।‌ শতরান করেন সঞ্জু স্যামসন। ৫০ বলে ১০৭ রান করে আউট হন।