আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা পেসার মহম্মদ সামিকে কটাক্ষ করলেন টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীর।
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখানো হবে কপিল শর্মা শো। সেই শোয়ে গম্ভীরের সঙ্গে থাকবেন ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহাল ও অভিষেক শর্মা।
কপিল শর্মা জিজ্ঞাসা করেন, ''জিজা কে? যে সবসময়ে নালিশ করে।'' সামির নাম নেন পন্থ। এই সময়ে গম্ভীর মজা করে বলে ওঠেন, ''জিজা দুই বছর ধরে ঘরেই আসছে না।''
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Incoming Shayar???????? (@incomplete_shayar_)
২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার খেলতে দেখা গিয়েছিল সামিকে। এর পরে সীমিত ওভারের ক্রিকেটে সামি খেললেও পাঁচদিনের ফরম্যাটে তাঁকে দেখা যায়নি।
বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলেননি সামি। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও নেই ভারতের তারকা পেসার। সেই কারণেই গম্ভীরের কটাক্ষ দু'বছর হয়ে গিয়েছে জিজা আর ঘরে ফেরে না।