আজকাল ওয়েবডেস্ক: বিজয়োৎসব বদলে গিয়েছে শোকসভায়। জয় উদযাপনের মঞ্চে লাগল কালির ছিঁটে। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা গেলেন ১১ জন। 

গোটা দেশ স্তম্ভিত। শোকস্তব্ধ। কপিল দেবের মতো প্রাক্তন অধিনায়ক বলছেন, জীবনের থেকে উৎসব বড় নয়। একই সুরে জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর বললেন, ''জয়োৎসবের চেয়ে মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ১১টা তাজা প্রাণ এভাবে শেষ হতে পারে না।''ভবিষ্যতে রোড শো থেকে বিরত থাকার কথা জানিয়েছেন গুরু গম্ভীর। 

জাতীয় দলের হেডস্যর বলেন, ''রোড শোয়ের দরকার আছে বলে আমি বিশ্বাস করি না। যখন খেলতাম, তখনও আমি রোড শোয়ে বিশ্বাসী ছিলাম না। ২০০৭ সালে টি-টোয়েন্টি  বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও আমি একই কথা বলেছিলাম। একই কথা আমি বলে যাব। মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই ধরনের রোড শো করার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। স্টেডিয়ামের ভিতরে উদযাপন করাই উচিত বলে মনে করি। স্বজনহারা পরিবারের প্রতি আমার সমবেদনা।'' 

চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে চলল উৎসব। বাইরে মৃত্যমিছিল। বাইরের ঘটনা জানতেও পারলেন না ক্রিকেটাররা। গম্ভীর বলেন, ''আমাদের আরও সতর্ক হতে হবে। আরও বেশি করে দায়িত্বশীল হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সজাগ থাকতে হবে, সে ফ্র্যাঞ্চাইজিই হোক বা অন্যকিছু। প্রতিটি জীবন মূল্যবান।''