আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেন থেকে সরে গেল দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ। বোর্ডের যুক্তি আবহাওয়াজনিত কারণেই এই সিদ্ধান্ত। শুধু কী তাই?‌ জানা যাচ্ছে, প্লে অফের দুটি ম্যাচ প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে নিয়ে যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের।


আগে কথা ছিল হায়দরাবাদে হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর। কিন্তু বোর্ড জানিয়েছে ওই দুটি ম্যাচ হবে মুল্লানপুরে। যা পাঞ্জাব কিংসের অন্যতম হোম গ্রাউন্ড। এর নেপথ্যে নাকি রয়েছেন হরভজন।


ইডেনের ক্ষেত্রে না হয় বৃষ্টির কারণ দেখানো হয়েছে। কিন্তু হায়দরাবাদ কেন বঞ্চিত?‌ শোনা যাচ্ছে, এর নেপথ্যে আছেন হরভজন সিং। সূত্র মারফৎ খবর, ‘‌হরভজন এর জন্য অনেক খেটেছেন। যাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন। বুঝিয়েছেন যে চণ্ডীগড় পুরোপুরি তৈরি। সমস্ত পরিকাঠামো আছে। দর্শকরাও উৎসাহী। হরভজন নিজে স্টেডিয়ামে গিয়েছেন। পিচ পরিদর্শন করেছেন। সমস্ত কিছু পরিকল্পনা করেছেন।’‌ 


প্রসঙ্গত, হরভজন পাঞ্জাব ক্রিকেট সংস্থার প্রধান পরামর্শদাতা। অবসরের পর পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বিভিন্ন কাজ করেছেন। মুল্লানপুরে আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচ করানোর ব্যাপারেও যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছেন। এবার ২০২১ সালে প্রতিষ্ঠিত মুল্লানপুর স্টেডিয়ামে প্লে অফের ম্যাচের ব্যবস্থা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ভাজ্জি।