আজকাল ওয়েবডেস্ক:‌ জুনে থাইল্যান্ডের বিরুদ্ধে রয়েছে প্রস্তুতি ম্যাচ। খেলতে হবে হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচও। এই দুই ম্যাচের জন্য ২৮ জনের দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কেজ। জাতীয় দলে প্রথম সুযোগ পেলেন কাশ্মীরের ফুটবলার সুহেল ভাট। চোট সারিয়ে ২৮ জনের দলে ফিরলেন আনোয়ার আলিও। 


২৮ জনের দলটা এরকম:‌


গোলকিপার:‌ ঋত্বিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিৎ সিং, অমরিন্দর সিং 


ডিফেন্ডার:‌ রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসামা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিঙ্ঘান, আশিস রাই, শুভাশিস বসু, মেহতাব সিং, অভিষেক সিং


মিডফিল্ডার:‌ সুরেশ সিং, মহেশ সিং নাওরেম, আয়ূষ ছেত্রী, উদান্তা সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্রেন্ডন ফার্নান্ডেজ, নিখিল প্রভু


ফরোয়ার্ড:‌ সুনীল ছেত্রী, মনবীর সিং, এডমুন্ড লালরিনডিকা, সুহেল ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে। 


প্রসঙ্গত, কলকাতায় গত কয়েকদিন ধরে প্রস্তুতি শিবির চালিয়েছে ভারতীয় ফুটবল দল। সন্তোষ জয়ী বাংলা দল ও উত্তর ২৪ পরগনা জেলা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও হয়েছিল। তারপরই বুধবার ২৮ জনের দল বেছে নেওয়া হল।


সুহেল ভাট গত কয়েকবছর ধরে সবুজমেরুনে খেলছেন। আইএসএল ও সুপার কাপে বেশ ভাল খেলেছিলেন। তাই এই তরুণকে দলে নিলেন মানোলো। এছাড়া গত ফেব্রুয়ারিতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া আনোয়ার সুস্থ হয়ে দলে ফিরলেন।