আজকাল ওয়েবডেস্ক:‌ হংকংয়ের কাছে হার। এরপরই সমালোচনায় দগ্ধ হচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা। বাদ যায়নি ভারতীয় ফুটবল ফেডারেশনও। এআইএফএফকে তুলোধনা করে ছেড়েছেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের পদত্যাগ দাবি করেছেন বাইচুং। 


প্রসঙ্গত, হংকং ম্যাচ জিতলে ৪৩ লক্ষ টাকা ফুটবলারদের দেওয়ার ঘোষণা করা হয়েছিল ফেডারেশনের তরফে। এরকম ঘোষণার কোনও যৌক্তিকতা আছে কিনা সে প্রশ্ন তুলে বাইচুং বলেছেন, ‘‌শুনতে পাচ্ছি ফুটবলাররা নাকি দীর্ঘদিন ধরে দৈনিক ভাতার ২৫০০ টাকাও পায়নি। ক্রিকেটারদের মতো ফুটবলারদের সঙ্গে কোনও সেন্ট্রাল কন্ট্রাক্ট নেই। তারা লাখ বা কোটিতে রোজগার করে না ফেডারেশন থেকে। জাতীয় দলের হয়ে খেললে মূলত দৈনিক ভাতাই ফুটবলারদের রোজগার।’‌ এরপরই ফেডারেশনকে তীব্র কটাক্ষ করে বাইচুং বলেন, ‘‌আচমকাই ৪৩ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে দিল। এই টাকাটা তাহলে কোথা থেকে এল?‌ যদি জিতত, তাহলে আগামী ম্যাচগুলোতেই এই বোনাসের কথা ঘোষণা করা হত?‌ আসল কথা হল ফেডারেশনে কোনও সিস্টেম নেই, পরিকল্পনা নেই। আচমকা সিদ্ধান্ত নেয়। যার কোনও ব্যাখ্যা নেই।’‌ 


প্রসঙ্গত, ২০২৩ সালের জুলাইয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত ছিল ৯৯ নম্বরে। সে বছর ভারত ইন্টার কন্টিনেন্টাল কাপ, ত্রিদেশীয় টুর্নামেন্ট ও সাফ কাপ জিতেছিল। এরপরই শুরু হয় অধঃপতন। ২০২৪ সালে একটিও ম্যাচ জিততে পারেনি ভারত। ২০২৫ সালে এসে একটি ম্যাচে মালদ্বীপকে হারায় ৩ গোলে। ৪৮৯ দিন পর ছিল জাতীয় দলের জয় সেটি। বাইচুংয়ের কথায়, ‘‌কল্যাণ চৌবের জমানায় ভারতীয় ফুটবল পিছিয়েই চলেছে। মাঠে জঘন্য পারফরম্যান্স। ম্যানেজমেন্টও জঘন্য। বিতর্কে ভরা। ভারতীয় ফুটবলের স্বার্থে পদত্যাগ করুন কল্যাণ চৌবে।’‌