আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের পয়েন্ট টেবলে শীর্ষ স্থান হারাল ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০-এ সিরিজ হারে টিম ইন্ডিয়া। আর তার ফলে ভারত নেমে যায় দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া এখন এক নম্বরে। টিম ইন্ডিয়ার ঘাড়ের সামনে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড। ফলে অস্ট্রেলিয়া সফর ভারতের কাছে অ্যাসিড টেস্ট। 

অস্ট্রেলিয়া ১২টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছে। ৩টিতে হেরেছে। একটি ড্র। ফলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৬২.৫০। অন্যদিকে ১৪টি ম্যাচ থেকে ভারত জিতেছে ৮টিতে। পাঁচটি ম্যাচে হার এবং ড্র একটিতে। পয়েন্টের নিরিখে বিচার করলে ভারত ৯৮। কিন্তু পয়েন্টের শতাংশের বিচারে ভারত ৫৮.৩৩।

শ্রীলঙ্কা রয়েছে তিন নম্বরে। ৯টি ম্যাচে পাঁচটিতে জয়, চারটিতে হার। দ্বীপরাষ্ট্রের পয়েন্ট ৬০। পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। দ্বীপরাষ্ট্রে টেস্ট সিরিজ হেরে নিউজিল্যান্ড খেলতে এসেছিল ভারতে। টিম ইন্ডিয়াকে তিনটি টেস্টে হারানোর ফলে কিউয়িদের পয়েন্ট ৭২। কিন্তু পয়েন্টের শতাংশের নিরিখে বিচার করলে কিউয়িরা পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কার থেকে। 

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র জোগাড় করতে হলে ভারতের শেষ আশা ভরসা অস্ট্রেলিয়া সিরিজ। সেখানে পদস্খলন ঘটলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া কঠিন হবে ভারতের পক্ষে।