আজকাল ওয়েবডেস্ক:‌ ইন্ডিগো বিমান সংস্থার উপর ক্ষোভ উগড়ে দিলেন টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার অভিষেক শর্মা। ইতিমধ্যেই দেশের হয়ে ১২টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজেও আছেন দলে। সেই অভিষেক শর্মা দিল্লি বিমানবন্দরে পড়লেন মহা সমস্যায়। বিমানবন্দরে ইন্ডিগো কর্তৃপক্ষের অপেশাদার মনোভাবের জন্য তিনি বিমান ধরতে পারেননি। তাঁকে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানো হয়। এমনটাই অভিযোগ ক্রিকেটারের। অভিযোগ, এর জন্য তাঁর ছুটি নষ্ট হয়েছে। অভিষেকের কথায়, ‘‌দিল্লি বিমানবন্দরে ইন্ডিগো কর্তৃপক্ষের খারাপ ব্যবহারের মুখে পড়তে হয়েছে আমায়। বিশেষ করে কাউন্টার ম্যানেজার সুস্মিতা মিত্তলের ব্যবহার একেবারেই মেনে নেওয়া যায় না। আমি সঠিক সময়ে কাউন্টারের সামনে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু ইচ্ছাকৃত আমাকে অন্য কাউন্টারে পাঠানো হয়। তারপর বলা হয় চেক ইন বন্ধ হয়ে গেছে। এর ফলে বিমান ধরতে পারিনি। একদিনের ছুটি কাটাতে যাচ্ছিলাম। যা নষ্ট হল। এমনকী বিমান মিস করার পর ন্যূনতম সহযোগিতা অবধি করা হয়নি। খুব খারাপ অবস্থার শিকার হলাম।’‌ 


যদিও এই অভিযোগ মানতে চায়নি ইন্ডিগো কর্তৃপক্ষ। বরং তারা জানিয়েছে, ‘‌অত্যন্ত কম টাকায় যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’‌ যদিও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ইন্ডিগোর পরিষেবা মোটেও ভাল নয়।