আজকাল ওয়েবডেস্ক: তাঁকে আর রোহিত শর্মাকে নিয়ে কত গল্প। সংবাদমাধ্যমে প্রকাশিত হল, হিটম্যানের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ের জন্যই অস্ট্রেলিয়া সফরে যেতে বিলম্ব হচ্ছে। তিনি মহম্মদ সামি। ব্রিসবেন টেস্টের পরেও সাংবাদিক বৈঠকে সামি নিয়ে প্রশ্ন উড়ে আসে হিটম্যানের দিকে।
অস্ট্রেলিয়ার পিচে ভারতের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন রে বুমরা, সিরাজ, আকাশদীপ ও নীতীশ রেড্ডি। সামির অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ভারতের বোলিং আক্রমণকে অনেক শক্তিশালী করবে। কিন্তু সামিকেইতো পাঠানো হচ্ছে না স্যর ডনের দেশে। দিনকয়েক আগেই নামপ্রকাশে অনিচ্ছুক একজন সামি প্রসঙ্গে বলেছিলেন, তাঁর কিটস পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ায়। কিন্তু বাস্তব যে অন্য কথা বলছে। এদিন রোহিত বল ঠেলে দেন এনসিএ-র কোর্টে , ''এনসিএ-র কেউ সামিকে নিয়ে এবার উত্তর দিক। এনসিএ-তেই রয়েছে সামি। ওর শারীরিক অবস্থা, ফিটনেস এনসিএ-র চিকিৎসকরাই ভাল বলতে পারবেন। সামি ঘরোয়া ক্রিকেট খেলছে। ওর হাঁটুতে একটা সমস্যা রয়েছে বলে শুনেছি। সিরিজের মাঝপথে কেউ বাদ পড়ুক, সেটা আমরা চাই না।''
বিশ্বকাপের ফাইনালে শেষবার খেলেছেন মহম্মদ সামি। তার পরে আর তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেননি। ঘরোয়া টুর্নামেন্টে তিনি ফিরেছেন রঞ্জি ট্রফিতে। প্রত্যাবর্তনের ম্যাচে বেশ ভাল বোলিং করেন। তার পরে সৈয়দ মুস্তাক আলিতেও খেলেন সামি। এবার বিজয় হাজারে ট্রফির জন্য সামিকে নিয়েছে বঙ্গ শিবির। এর মধ্যেই রোহিত বঙ্গপেসারের ফেরা নিয়ে প্রসঙ্গ এড়িয়ে গেলেন। বল ঠেলে দিলেন এনসিএ-র কোর্টে।
