আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ১২ রান! তাহলেই বিরল এক রেকর্ড করে ফেলবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে। এই ম্যাচে ১২ রান করতে পারলেই ওয়ানডে ফরম্যাটে ১১ হাজার রান হয়ে যাব হিটম্যানের। 

১১ হাজার ওয়ানডে রান করে ফেললে শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির সঙ্গে এক বন্ধনীতে থাকবেন ভারত অধিনায়ক। এই নজির গড়লে ক্রিকেট ইতিহাসে তিনিই হবেন দশম ব্যাটার। 

২৬০টি ওয়ানডে ইনিংস খেলেছেন রোহিত। ১১ হাজার রান করলে শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে  দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে তিনি এই নজির গড়বেন। প্রথমে রয়েছেন বিরাট কোহলি। ২২২টি ইনিংসে ১১ হাজার রানের মাইলফলকে পৌঁছে বিরাটই দ্রুততম। 

ঘরের মাঠে ইংল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে ভারত। এই টুর্নামেন্ট সব দিক থেকেই রোহিত শর্মার কাছে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরলে নিন্দুকদের মুখ বন্ধ হয়ে যাবে। অন্যথায় রোহিতের কেরিয়ার নিয়েই হয়তো প্রশ্ন উঠবে। নেতৃত্বের আর্মব্যান্ড তাঁর হাত থেকে উঠতে পারে অন্য় কারও হাতে। তাঁর বর্ণময় কেরিয়ারের এক দারুণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রোহিত নামছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 

প্রথম ম্যাচে নামার আগে রোহিত অবশ্য আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''যদি দুবাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আমাদের অস্ত্রাগারে রয়েছে ভাল বোলার। যদি বোলারদের সাহায্য করার মতো পরিবেশ থাকে, তাহলেও আমাদের দলে রয়েছে সেই ধরনের বোলার, যারা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা তুলে ধরতে পারবে।'' 

রোহিত আরও বলেন, ''জাদেজা, অক্ষর এবং ওয়াশিংটন আমাদের খেলাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আমাদের টিম কম্বিনেশন, আমাদের স্কোয়াডে রয়েছে গভীরতা। আমরা এমন খেলোয়াড়দের নিতে চেয়েছি, যাদের দুধরনের দক্ষতা রয়েছে।'' প্রথম ম্যাচে ভারত কী করে, তা দেখার অপেক্ষায় গোটা দেশ।