আজকাল ওয়েবডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মা ও মহম্মদ সামির মধ্যে কি দূরত্ব তৈরি হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রোহিত ও সামির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এনসিএ-তে। বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন দুই তারকা ক্রিকেটারের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয় বলেই সংবাদ মাধ্যমে খবর। 

কিন্তু দুই ক্রিকেটারের মধ্যে সমস্যার সূত্রপাত কীভাবে? বঙ্গপেসার কেমন আছেন? কবে ফিরবেন মাঠে? ভারতের তারকা পেসারের ফিটনেস, তাঁর শারীরিক অবস্থা নিয়ে জানতে চাওয়া হয়েছিল সামির কাছে। উত্তরে রোহিত জানিয়েছিলেন, সামির হাঁটু ফুলেছে। অধিনায়কের এহেন জবাব আগুনে ঘৃতাহুতি দেয়। সামি অবশ্য তাঁর এহেন চোটের কথা স্বীকার করেননি। তিনি দাবি করেন, ম্যাচ খেলার মতো ফিটনেস তাঁর রয়েছে। 

দৈনিক জাগরণের খবর অনুযায়ী, এনসিএ-তে সামি ও রোহিতের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। সাংবাদিক বৈঠকে সামির ফিটনেস নিয়ে হিটম্যানের মন্তব্যের প্রেক্ষিতেই তৈরি হয়েছে এই সমস্যা, তা বলাই বাহুল্য। প্রতিবেদন অনুযায়ী, ''বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট চলাকালীন সামি ও রোহিতের মধ্যে সাক্ষাৎ হয়। সামিকে ভারত অধিনায়ক জিজ্ঞাসা করেন, তিনি কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি টেস্ট ম্যাচে খেলতে পারবেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার মতো অবস্থায় কি রয়েছেন তিনি? সেই সময়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়।''   

রোহিত ও সামি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেও অ্যাডিলেড  টেস্টে হারের পরে বঙ্গপেসারকে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। হিটম্যান বলেছেন, সামির প্রত্যাবর্তনের জন্য দরজা খোলাই রয়েছে।