আজকাল ওয়েবডেস্ক: পরের সপ্তাহে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আসল ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। গোটা বিশ্ব তাকিয়ে থাকবে সেদিকে। যশপ্রীত বুমরাকে ছাড়া খেলতে হবে টিম ইন্ডিয়াকে। তাসত্ত্বেও রোহিত শর্মাদের ফাইনালে দেখছেন টিম সাউদি। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। নিউজিল্যান্ড এবং ভারতের ফাইনাল দেখতে চান প্রাক্তন কিউয়ি অধিনায়ক। সাউদি বলেন, 'আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত সবসময় শক্তিশালী দল। ঠিক চূড়ান্ত পর্বে চলে যায়। আমার বিশ্বাস, গোটা টুর্নামেন্টেই ভারত ভাল খেলবে। আশা করব নিউজিল্যান্ডও ভাল খেলবে। আমি চাইছি নিউজিল্যান্ড ফাইনালে উঠুক।'
১৯৯৮ সালে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। দু'বার এই টুর্নামেন্ট জিতেছে ভারত। ২০০২ সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে প্রথমবার চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। কলম্বোয় ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ভারত এবং শ্রীলঙ্কাকে। ২০১৩ সালে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ফাইনালে ইংল্যান্ডকে হারায় ধোনির ভারত। ২০১৭ সালে জয়ের হ্যাটট্রিক করার সুযোগ ছিল। কিন্তু বিরাট কোহলিরা পাকিস্তানের কাছে দুরমুশ হয়। অন্যদিকে ২০০০ সালে মাত্র একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে নিউজিল্যান্ড। ফাইনালে ভারতকে হারায় স্টিফেন ফ্লেমিংয়ের দল। আইসিসি ইভেন্টে শেষবার টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেবার জেতে কিউয়িরা। সাউদির আশা, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল পারফর্ম করবে নিউজিল্যান্ড।
