আজকাল ওয়েবডেস্ক: রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপে বিশাখাপত্তনমে ভারতের মুখোমুখি শক্তিশালী অস্ট্রেলিয়া। এদিন ম্যাচ শুরুর আগে উদ্বোধন করা হল মিতালি রাজ স্ট্যান্ডের। বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি জানিয়েছেন, দলে একটিমাত্র পরিবর্তন আনা হয়েছে। সোফি মলিনিউক্স ফিরেছেন, জর্জিয়া ওয়ারহাম বাদ পড়েছেন।

অন্যদিকে, ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর কিছুটা সংশয় প্রকাশ করেছেন প্রথমে ব্যাট করতে নামা নিয়ে। এটি সেই একই ভেন্যু যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত রান তাড়া করতে গিয়ে হেরে গিয়েছিল। তবে হরমানপ্রীত আশাবাদী অজিদের বিরুদ্ধে ম্যাচ নিয়ে।

তিনি বলেন, ‘পিচ আগের ম্যাচের তুলনায় অনেক ভাল দেখাচ্ছে। একই একাদশ নিয়ে নামছি। কখনও জিতবেন, কখনও হারবেন সেটা তো আগে থেকে বলা যায় না। গুরুত্বপূর্ণ হল কীভাবে ফিরে আসা যায়। আমরা আগের ম্যাচে ৯৫ ওভার পর্যন্ত লড়াই করেছি, অনেক ইতিবাচক দিক রয়েছে’।

এদিন মিতালি রাজ স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি ভারতীয় কিংবদন্তি মিতালি রাজ ও রবি কলপানাকে অন্ধ্র ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন। মিতালি রাজ বলেন, ‘আজকের উইকেট শক্ত ও ব্যাটিংয়ের জন্য উপযুক্ত, তাই একটি ন্যায্য প্রতিযোগিতা আশা করা যায়।’

ভারত এবং অস্ট্রেলিয়া একাদশ:

অস্ট্রেলিয়া মহিলা দল: অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, আনাবেল সাদারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মোলিনিউক্স, কিম গার্থ, আলানা কিং, মেগান শুট।

ভারত মহিলা দল: প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হরলিন দেওল, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, ঋচা ঘোষ (উইকেটকিপার), অমনজ্যোত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চারানি।