আজকাল ওয়েবডেস্ক: জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট। যেকোনও রক্ষণকে ছারখার করে দিতে পারে বাগানের এই ত্রয়ী। সেমিফাইনালে গোল মিস করলেও, নিজের দিনে বিপক্ষের রক্ষণকে ছিন্নভিন্ন করে দিতে পারেন স্টুয়ার্ট। শনিবার নর্থ ইস্টের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জের মুখে বাগানের স্ট্রাইকিং ফোর্স। আগের ম্যাচে গোল মিসের প্রায়শ্চিত্ত করতে চান স্টুয়ার্ট। ফাইনালে গোল পেতে মরিয়া। তবে ব্যক্তিগত টার্গেট নিয়ে ভাবছেন না বাগানের তারকা মিডফিল্ডার। দলকে সাহায্য করাই লক্ষ্য। গ্রেগ স্টুয়ার্ট বলেন, 'খাতায় কলমে আমরাই সেরা স্টাইকিং লাইন। দিমি, কামিন্স, স্টুয়ার্ট সবচেয়ে বিপজ্জনক ট্রাইও। তবে ব্যক্তিগত সাফল্য নয়, আমরা দলকে সাহায্য করতে চাই। দলের জয়ই আসল।' এখনও প্রথম একাদশে জায়গা হয়নি স্কটিশ তারকার। তবে ফাইনালে শুরু করতে চান স্টুয়ার্ট। জিততে চান ট্রফি।
পাঞ্জাব এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে পিছিয়ে পড়েও কামব্যাক করেছে বাগান। প্রত্যেক ম্যাচেই রক্ষণকে নড়বড়ে দেখাচ্ছে। যার ফলে চাপ বাড়ছে আক্রমণভাগের ওপর। কিন্তু কোনও নির্দিষ্ট বিভাগের ওপর দায় চাপাতে চান না স্টুয়ার্ট। জানান, পুরো দায় দলের। শনিবার সাপোর্টারদের জন্য ফাইনাল জিততে চান বাগান তারকা। স্টুয়ার্ট বলেন, 'আমরা নতুন দল। কোচ এবং স্টাফ নতুন। ৩-৪ সপ্তাহ ধরে আমরা ট্রেনিং করছি। দুটো ম্যাচেই আমার পিছিয়ে থেকেও জিতেছি। আশা করব পরের ম্যাচে আমরা দু'গোলে এগিয়ে থাকব। শুধু রক্ষণ নিয়ে ভাবলে চলবে না। আমরা দল হিসেবে জিতি এবং হারি। আমাদের আরও আক্রমণ বাড়াতে হবে। আমরা ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলব। ওদের জন্য ম্যাচটা জিততে হবে।' বিভিন্ন পজেশনে খেলতে পারেন স্টুয়ার্ট। কিন্তু পছন্দের পজিশিন স্ট্রাইকারের পেছনে। যদিও কোচের পছন্দসই জায়গায় খেলতে তৈরি। মুম্বই সিটিতে থাকাকালীন বাগানের বিরুদ্ধে একাধিকবার খেলেছেন। এবার সবুজ মেরুন জার্সিতে নিজেকে মেলে ধরতে চান। ট্রফি জয় দিয়ে মরশুম শুরু করতে চান স্কটিশ তারকা।
ছবি: অভিষেক চক্রবর্তী
