আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে বাংলাদেশের কাছে ০-২ এ টেস্ট সিরিজ হারে পাকিস্তান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলার বাঘেদের কাছে প্রথম হার পাকিস্তানের। প্রথম টেস্ট হারের পর থেকেই সমালোচনার মুখে পড়েন শান মাসুদরা। সিরিজে হোয়াইটওয়াশ সমস্যা বাড়ায়। সলমান বাট সহ বহু ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকেটারদের মুণ্ডুপাত করছেন। একইসঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সেইসব ক্রিকেট পণ্ডিতদের তুলোধোনা করেন, যারা টেস্ট ক্রিকেটে পাক ব্যাটারদের স্ট্রাইক রেটের উন্নতি করতে বলেছিল। নিজের ইউ টিউব চ্যানেলে একটি ভিডিওতে সলমন বাট বলেন, 'স্ট্রাইক রেট মাফিয়ারা ক্রিকেটের মূর্খ। ক্রিকেটের ফরম্যাট সম্বন্ধে তাঁদের কোনও ধারণাই নেই। চারদিনের মধ্যে হেরে ফিরে আসছো! দ্রুত খেলে কী করতে পারবে? মাত্র ৪৬ ওভার খেলতে পেরেছো তোমরা। কীসের এত তাড়াহুড়ো ছিল? কেন তোমরা বোঝো না যে ক্রিজে টিকে থেকে দীর্ঘক্ষণ ব্যাট করাই তোমাদের টার্গেট। ক্রিকেটের মহারথীরা কি হাইলাইটসের মতো খেলে? জো রুট, বিরাট কোহলি এবং রোহিত শর্মারা কি এইভাবে রান তোলে?' একটি ভিডিওতে এই প্রশ্নগুলো তোলেন পাকিস্তানের প্রাক্তন নেতা।
সম্প্রতি আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে আটে নেমে গিয়েছে পাকিস্তান। ১৯৬৫ সাল থেকে যা সবচেয়ে খারাপ। বাংলাদেশের কাছে ঐতিহাসিক টেস্ট সিরিজে হার পাকিস্তানের কাছে বড় সেটব্যাক। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের কাছে তাঁদের প্রথম হার। কম ম্যাচ খেলার জন্য একটা সময় টেস্ট ব়্যাঙ্কিংয়ে স্থান পায়নি পাকিস্তান। সেটা বাদ দিয়ে এবার লাল বলের ক্রিকেটে সবচেয়ে জঘন্য ব়্যাঙ্কিং। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে অনেক বেশি আগ্রাসী ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে বাংলাদেশ। পিচের চরিত্র বুঝতে না পেরে ১০ উইকেটে টেস্ট হারে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারায় ইতিহাস তৈরী করে বাংলাদেশ। এই রেজাল্ট আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিল বদলে দিয়েছে। সিরিজ জয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে চারে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে সাত টেস্টের মধ্যে মাত্র দুটো জিতে আট নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান।
