আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইএফএ শিল্ড নিয়ে এদিনও চূড়ান্ত সিদ্ধান্ত হল না। ঝুলে থাকল ঐতিহাসিক টুর্নামেন্টের ভাগ্য। মোহনবাগান এবং মহমেডান স্পোর্টিংয়ের অংশগ্রহণ নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিল্ড নিয়ে আলোচনায় বসেন আইএফএ কর্তারা। কিন্তু কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়ে দেন, মোহনবাগানের জন্য ২৭ সেপ্টেম্বর দুপুর দুটো পর্যন্ত অপেক্ষা করবে আইএফএ। তারপরই শতাব্দীপ্রাচীন ক্লাবের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমে আইএফএ শিল্ডে খেলতে চায়নি মোহনবাগান। কানাঘুষো শোনা যায়, খেললেও জুনিয়র দল নামানো হবে। কিন্তু শিল্ডে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মূল দলকে খেলাতে চায় আইএফএ। বৃহস্পতিবার শিল্ডের দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল আইএফএর। ক্লাবগুলোকে এদিক পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে অংশগ্রহণ প্রসঙ্গে কিছু জানানো হয়নি।
এদিকে সবুজ মেরুন সাপোর্টাররা চিঠি দিয়েছে আইএফএকে। মেরিনার্স বেস ক্যাম্প এবং আলট্রাস মোহনবাগানের পক্ষ থেকে অনুরোধ যায় সচিব অনির্বাণ দত্তর কাছে। মোহনবাগানের জন্য আইএফএ শিল্ডে একটি স্লট খালি রাখার লিখিতভাবে অনুরোধ করা হয়েছে। তাঁরা মনে করছেন, সিদ্ধান্ত বদলে শেষ মিনিটে আইএফএ শিল্ড খেলতে পারে মোহনবাগান। মেরিনার্সদের ধারণা, ঐতিহ্যশালী টুর্নামেন্টকে অগ্রাধিকার দিয়ে প্রথম দল খেলাবে মোহনবাগান। সমর্থকদের এই অনুরোধ মেনে নেয় আইএফএ। সেই অনুযায়ী বৃহস্পতিবার অংশগ্রহণ নিশ্চিত করার শেষ দিন হলেও, সেটা আরও দু'দিন বাড়ানো হল। মোহনবাগানের মতো আইএফএ শিল্ড না খেলার কথা জানিয়ে দিয়েছে কলকাতার আরও দুই ক্লাব মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার। অভিষেক ব্যানার্জির দল খেলবে না। কিন্তু সিদ্ধান্ত বদলে শিল্ড খেলার একটা শেষ চেষ্টা করছে মহমেডান। কিন্তু সম্ভাবনা কম। দল গোছানো হয়নি। তবে কর্তৃপক্ষ চেষ্টা করছে প্লেয়ার আনার। শেষপর্যন্ত মোহনবাগান এবং মহমেডান খেলতে না পারলে, বিকল্প ব্যবস্থা তৈরি রাখছে আইএফএ। পাঞ্জাব এফসিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনও চূড়ান্ত হওয়া বাকি আছে। আইএফএ সচিব মনে করছেন, শেষমেষ ইস্টবেঙ্গল ছাড়াও কলকাতার বাকি দুই প্রধান খেলবে। শনিবার দুপুরের পর আইএফএ শিল্ডের সূচি প্রকাশ করা হবে। ৮ অক্টোবর শিল্ড শুরু হওয়ার কথা। ফাইনাল হওয়ার কথা ১৮ অক্টোবর।
প্রসঙ্গত, এদিন সুপার কাপের গ্রুপ বিন্যাস হয়। একই গ্রুপে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। অর্থাৎ, সুপার কাপেই মরশুমের তৃতীয় ডার্বি। আগের দুই সাক্ষাতে হেরেছিল সবুজ মেরুন। এবার বদলা চাইবেন হোসে মোলিনা। গ্রুপ এ-তে রয়েছে দুই প্রধান। একই গ্রুপে ইস্ট-মোহন ছাড়া রয়েছে চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর। অর্থাৎ, সুপার কাপের গ্রুপ পর্বেই ডার্বি। ২৫, ২৮ এবং ৩১ অক্টোবর মোহনবাগানের তিনটে ম্যাচ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ৩১ অক্টোবর সুপার কাপের ডার্বি হতে পারে। ১৬টি দলকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে চারটে করে দল আছে। গ্রুপ বিতে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর, নর্থ ইস্ট ইউনাইটেড এবং ইন্টার কাশি। গ্রুপ সিতে আছে বেঙ্গালুরু এফসি, মহমেডান স্পোর্টিং, পাঞ্জাব এফসি এবং গোকুলাম কেরল। গ্রুপ ডিতে রয়েছে মুম্বই সিটি, কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি এবং রাজস্থান। ২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ।
