আজকাল ওয়েবডেস্ক:‌ ইস্টবেঙ্গল শিল্ড ফাইনালে উঠে গেছে নামধারীকে হারিয়ে। বুধবার গ্রুপের শেষ ম্যাচ খেলবে মোহনবাগান। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। ড্র রাখতে পারলেই ফাইনালে চলে যাবে সবুজ মেরুন ব্রিগেড। এদিকে, আইএফএ শিল্ড ফাইনাল হবে শনিবার। ডার্বি হলে খেলা যুবভারতীতে। শুরু হবে সন্ধে ৬টায়।


এদিকে, শিল্ড ফাইনালে ডার্বি হলে বিতর্ক এড়াতে ভিনরাজ্যের রেফারি আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। এর আগেও ডার্বি ম্যাচে ভিন রাজ্যের রেফারি দেখা গিয়েছে।


আইএফএ সচিব আগেই অবশ্য জানিয়েছিলেন, যদি ফাইনালে দু’প্রধান ওঠে তাহলে ফাইনাল যুবভারতীতে হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলি দুপুর ২.৩০ থেকে শুরু হচ্ছে। শিল্ড ফাইনাল আকর্ষণীয় করতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ডোনা গাঙ্গুলির তত্ত্বাবধানে নারায়ণা স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করবেন। দুই প্রধান–সহ এবার শিল্ডে অংশ নিয়েছে মোট ছয়টি দল। শেষ মুহূর্তে মহামেডান খেলতে চায়নি শিল্ড। ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।


দুই গ্রুপের শীর্ষে থাকা দল ফাইনাল খেলবে। শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল উঠে গিয়েছে। প্রতিপক্ষ চূড়ান্ত না হলেও ফাইনালের টিকিট অনলাইনে বাজারে ছেড়ে দিয়েছে আইএফএ। 


এদিকে, এখনও অবধি যা পরিস্থিতি তাতে বড় কোনও অঘটন না ঘটলে আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই নিজেদের গ্রুপের দুটি ম্যাচ জিতে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। বুধবার মোহনবাগান ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হচ্ছে। ওই ম্যাচে ড্র করলেই ফাইনাল খেলা চূড়ান্ত করবে সবুজ মেরুন শিবিরও। আর তা হলে ফাইনালে ভিনরাজ্যের রেফারি আসতে চলেছেন।

 

ফাইল ছবি