আজকাল ওয়েবডেস্ক: চাপ ক্রমশ বাড়ছে টিম ইন্ডিয়ার উপর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্যরা জিতছে আর চাপ বাড়ছে ভারতের উপর। পয়েন্ট টেবিলে ভারত এখন রয়েছে ছয় নম্বরে।
অ্যাশেজ সিরিজ ৪–১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন স্টিভ স্মিথরা। বলা ভাল শীর্ষস্থান আরও মজবুত করেছেন স্টিভ স্মিথরা।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৮৪। যা পয়েন্ট শতাংশের বিচারে ৮৭.৫০। আট টেস্ট খেলে সাতটি জিতেছে অস্ট্রেলিয়া। হার মাত্র একটিতে।
নিউজিল্যান্ড রয়েছে দুই নম্বরে। আর তিনে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে কিউয়িরা। পয়েন্ট ২৮। কিন্তু পয়েন্ট শতাংশের বিচারে তা ৭৭.৭৮ শতাংশ। এই পয়েন্ট শতাংশের ভিত্তিতেই শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল।
দক্ষিণ আফ্রিকা চার ম্যাচ খেলে জিতেছে তিনটিতে। হার একটিতে। পয়েন্ট ৩৪। পয়েন্ট শতাংশ ৭৫। চারে আছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ খেলে জয় একটিতে। ১৬ পয়েন্ট হলেও পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই পরবর্তী সিরিজ খেলবে ভারত। তবে সেটি শ্রীলঙ্কায়। দিন এখনও ঠিক হয়নি।
পাঁচে আছে পাকিস্তান। দুই ম্যাচ খেলে এক জয় ও এক হার। পয়েন্ট ১২। পয়েন্টের শতাংশ ৫০। আর ছয়ে আছে টিম ইন্ডিয়া। ৯ ম্যাচ খেলে ভারত জিতেছে চারটি। হার চারটি। একটি ড্র। পয়েন্ট ৫২। গিলদের পয়েন্ট শতাংশ হল ৪৮.১৫। আর অ্যাশেজে গো হারা হেরে ইংল্যান্ড আছে সাতে। ১০ টেস্ট খেলে বেন স্টোকসদের জয় তিনটিতে। হার ছয় ম্যাচে। ড্র একটি ম্যাচ। পয়েন্ট ৩৮। পয়েন্ট শতাংশ ৩১.৬৭। পয়েন্ট তালিকায় আট ও নয়ে আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
যা পরিস্থিতি ভারতের ফাইনালে যাওয়া বেশ কঠিন। বাকি ম্যাচের মধ্যে বেশিরভাগই জিততে হবে। অথচ এই টিম ইন্ডিয়াই টানা দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল। যদিও দু’বারই হেরে যায় ভারত। শেষবার অবশ্য ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, সিডনি টেস্ট পাঁচ উইকেটে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এখন প্রশ্ন, অ্যাশেজে ভরাডুবির পর ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালামের চাকরি থাকবে কিনা। এটা ঘটনা, এবারের অ্যাশেজ মাত্র ১১ দিনেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে চতুর্থ টেস্ট জিতে সিরিজের ফল ৩–১ করেছিল ইংল্যান্ড। কিন্তু সিডনিতে সেই একই চিত্রনাট্য।
