আজকাল ওয়েবডেস্ক: তেম্বা বাভুমার স্বপ্ন সফল। একদা ঘুমিয়ে পড়া এক অধিনায়ক একটা জাতি, একটা দেশকে ঘুম থেকে তুললেন।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় জোরালো সওয়াল উঠছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আসলে জিতল কে? তেম্বার দক্ষিণ আফ্রিকা নাকি আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
আইসিসি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিল। সেই ভিডিওতে আইসিসি চেয়ারম্যান জয় শাহকে একাধিকবার দেখানো হয়। এই বিষয়টা সাংবাদিক-ভক্তরা ভাল ভাবে নেননি। জয় শাহকে নিয়ে হাসিমস্করা হয় প্রচুর।
প্রবল সমালোচনা শুরু হলে আইসিসি ভিডিওটি ডিলিট করে দেয়। কিন্তু পরে আবার তা নতুন করে পোস্ট করা হয়। মোট ৪৫ সেকেন্ডের ভিডিও। ২৩টি শটের মধ্যে ১১ বার দেখানো হয় জয় শাহকে।
A fantastic #WTC25 Final at Lord's with the @proteasmencsa lifting the mace on day four after defeating the defending champions @CricketAus pic.twitter.com/sMlDXIhIVe
— ICC (@ICC)Tweet by @ICC
অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পরে ট্রফির খরা কাটাল দক্ষিণ আফ্রিকা। অনেকেই ভেবেছিলেন আইসিসি-র ভিডিওয় দুই দলের খেলোয়াড়রা প্রাধান্য পাবেন। কিন্তু দেখা গেল অন্য ছবি। জয় শাহকে এতবার দেখানোর ফলে শ্রীলঙ্কার ক্রিকেট সাংবাদিক অ্যান্ড্রু ফিদেল ফার্নান্দো লিখেছেন, ''এই যে গ্রোক, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয় শাহ কত রান ও উইকেট নিয়েছে?''
এরিকা মরিস নামে আর একজন ক্রিকেট সাংবাদিক লিখেছেন, ''বুঝতেই পারিনি আইসিসি ফাইনাল ছিল জয় শাহ বনাম জয় শাহ।''
