আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। অথচ ভারতকে খোঁচা দেওয়া থামছে না পাকিস্তানের। 

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলা দলগুলোর ভ্রমণের পরিসংখ্যান তুলে ভারতীয় দলকে তীব্র কটাক্ষ করে বসলেন পাকিস্তানের প্রাক্তন পেসার জুনেইদ খান। 

দুর্দান্ত সম্ভাবনা নিয়ে শুরু করেছিলেন কেরিয়ার। শেষ পর্যন্ত অবশ্য জুনেইদ নিজের প্রতিভার প্রতি সুবিছার করতে পারেননি। ২০২২ সালে পাকিস্তানের হয়ে শেষ ম্যাচটি খেলেন তিনি। 

এখন তিনি পাকিস্তানের মহিলা জাতীয় দলের সহকারী কোচ। সেই তিনি ভারতকে কটাক্ষ করে বলছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের মাঝে ভ্রমণের দূরত্ব-

নিউজিল্যান্ড: ৭১৫০ কিলোমিটার

দক্ষিণ আফ্রিকা: ৩২৮৬ কিলোমিটার

ভারত: ০ কিলোমিটার

কিছু দল জেতে স্কিল দিয়ে, কিছু দল সূচি দিয়ে।''

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিন থেকেই ভারতের সূচি নিয়ে ক্রিকেটবিশ্বের ক্ষোভ আর কমছিল না। ইংল্যান্ডের প্রাক্তনরা তুমুল সমালোচনা করেছিলেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর তীব্র আক্রমণ করেছিলেন তাঁদের। কিন্তু ওয়াঘার ওপার থেকে বন্ধ হচ্ছে না ভারত বিরোধী মন্তব্য। 

পাকিস্তান অনেক আগেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। ভারত শুরু থেকেই খেলছে চ্যাম্পিয়নের মতো। শেষটাও করল চ্যাম্পিয়নের মতো। জয় দিয়েই যাবতীয় সমালোচনার জবাব দিয়ে গেল ভারত।