আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য স্বস্তির খবর। জানা গিয়েছে, দুবাইতে এই টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটাররা থাকতে পারবেন স্ত্রী-পরিবারের সঙ্গে। তবে সেখানেও রয়েছে কঠোর শর্ত আরোপ করেছে। জানা গিয়েছে, ক্রিকেটাররা শুধুমাত্র একটি ম্যাচের জন্য তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবেন। কোন ম্যাচে তাঁরা পরিবারের সঙ্গে থাকতে চান তা আলোচনা করে জানাতে হবে বোর্ডকে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিসিসিআই। বোর্ডের অনুমোদনের পরে সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে।
বর্ডার গাভাসকার ট্রফিতে হারের পর বিসিসিআইয়ের তরফে ১০ দফা নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে ক্রিকেটাররা সফরে থাকাকালীন পরিবারের সদস্যদের থাকার ওপর সময়সীমা নির্দিষ্ট করা হয়। জানানো হয়, ৪৫ দিনের বেশি দীর্ঘ সফরের ক্ষেত্রে দু’সপ্তাহের জন্য পরিবারের সঙ্গে থাকতে পারবেন ক্রিকেটাররা। এমনকি, আপ্তসহায়ক, রাঁধুনি সহ ব্যক্তিগত কর্মী ও বাণিজ্যিক শুটিংয়ের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয় ক্রিকেটারদের ওপর।
জানানো হয়, কোনও ব্যক্তিগত গাড়ি নয় টিম বাসেই যাতায়াত করতে হবে ক্রিকেটারদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো স্বল্প সময়ের প্রতিযোগিতায় পরিবারের সঙ্গে থাকার অনুমতি ছিল না ক্রিকেটারদের। কিন্তু প্রতিযোগিতার গুরুত্ব বিবেচনা করে বিসিসিআই এক ম্যাচের জন্য এই অনুমতি দিয়েছে। এখনও জানা যায়নি, খেলোয়াড়রা কোন ম্যাচের জন্য বোর্ডের কাছে অনুমোদন চাইবেন। বিসিসিআইয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ক্রিকেটার এই নিয়ম লঙ্ঘন করলে নির্বাচক কমিটির চেয়ারম্যান এবং প্রধান কোচের অনুমোদন ছাড়া কোনও ছাড় দেওয়া হবে না।
