আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। তার আগে পদত্যাগ করলেন আইসিসির সিইও জিওফ অ্যালারডাইস। মঙ্গলবার রাতে একটি মিডিয়া বিবৃতিতে জানান আইসিসি চেয়ারম্যান জয় শাহ। পদত্যাগের কারণ জানানো হয়নি। তবে আইসিসির বোর্ডের থেকে চাপে ছিলেন তিনি। গতবছর মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপে আর্থিক নয়ছয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির এই হালের দায় চাপানো হয় তাঁর ওপরই। রাওয়ালপিন্ডি এবং করাচি এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি হয়নি। এই বিষয়টি আইসিসির বোর্ডকে জানাননি অ্যালারডাইস। গতবছর টি-২০ বিশ্বকাপের পর আইসিসির ইভেন্ট হেড ক্রিস টেটলি এবং মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং পদত্যাগ করেন। দুর্নীতিবিরোধী শাখার প্রধান অ্যালেক্স মার্শালও ইস্তফা দেন।
আইসিসির এক সূত্র জানান, 'টি -২০ বিশ্বকাপের অডিট এখনও চলছে। সেখানে অনেক প্রশ্ন উঠছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের স্টেডিয়ামের প্রস্তুতির দায়িত্বে ছিলেন অ্যালারডাইস। কিন্তু ভেন্যু এখনও তৈরি হয়নি। এই ঘটনায় খুশি নয় আইসিসি বোর্ড।' আইসিসিতে বেশ কিছু রদবদল হতে চলছে। বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত তাঁর পরিবর্ত খোঁজা হবে। একটি বিবৃতিতে জয় শাহ বলেন, 'বোর্ডের পক্ষ থেকে আমি জিওফকে ধন্যবাদ জানাতে চাই সিইও পদের দায়বদ্ধতা পালনের জন্য। ক্রিকেটকে গ্লোবালি ছড়িয়ে দিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নেন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।' ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখনও তৈরি নয় পাকিস্তানের স্টেডিয়ামগুলো। ঘোর সমস্যায় আইসিসি।
