আজকাল ওয়েবডেস্ক: ভারত পাক টেনশনের আবহে বার্ষিক সাধারণ সভা ডাকতে চলেছে আইসিসি। জুলাইয়ের ১৭ থেকে ২০ তারিখ হবে এই সভা।
বৈঠকে ভারত–পাক ইস্যু নিয়ে বেশ কিছু আলোচনা হতে পারে। শোনা যাচ্ছে, চলতি বছর এশিয়া কাপে অংশ নেবে না ভারত। যদিও বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন এরকম কোনও খবরের ভিত্তি নেই। বিসিসিআই এরকম কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে নাম তুলে নিতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।
একাধিক সূত্রে দাবি করা হয়েছে, ভারত পাক ইস্যু বিশ্ব ক্রিকেটের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। কারণ দুই দল আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি না হলে আইসিসি চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে।
ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনও টুর্নামেন্টেই আর খেলা উচিত নয়।
একাধিক সূত্রে এটাও দাবি করা হয়েছে, মহিলাদের এমার্জিং এশিয়া কাপেও নাকি অংশ নেবে না ভারত।
এই পরিস্থিতিতে বসতে চলেছে আইসিসির বার্ষিক সাধারণ সভা। জুলাইয়ের ১৭ থেকে ২০ তারিখ হবে এই সভা। উপস্থিত থাকবেন আইসিসি সভাপতি জয় শাহ। এই বিষয়ে তিনিই মধ্যস্থতা করতে পারেন। এছাড়াও আরও কিছু বিষয়ে আলোচনা হতে পারে।
তার মধ্যে অন্যতম একদিনের ক্রিকেটে দু’দিক থেকে দুটো নতুন বল ব্যবহার করা। ওই সভাতেই সিইসি নির্বাচনও হতে পারে।
