আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ লিগে দু’দলের সাক্ষাতে জিতেছিল ভারত। ফাইনালে বাজিমাত করবে কারা তা সময় বলবে। তবে ফাইনাল পরিচালনার দায়িত্বে কারা থাকবে তা জানিয়ে দিল আইসিসি।
অন ফিল্ড আম্পায়ার থাকবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার থাকবেন কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন রঞ্জন মাধুগলে।
এটা ঘটনা, ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অন ফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ। অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। তবে ২০২৪ সালে ভারত যখন টি২০ বিশ্বকাপ জেতে, সেই ফাইনালেও অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ। আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচেও অন ফিল্ড আম্পায়ার ছিলেন তিনি। সেই ম্যাচও জিতেছিল ভারত।
চলতি টুর্নামেন্টে ভারত–নিউজিল্যান্ড গ্রুপের ম্যাচেও অন ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা গিয়েছিল ইলিংওয়ার্থকে। সেই ম্যাচও ভারত জেতে ৪৪ রানে। তাই ইলিংওয়ার্থকে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পল রাইফেল দ্বিতীয় সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন। এটা ঘটনা, এখনও অবধি আইসিসি টুর্নামেন্টের একাধিক ফাইনালে ম্যাচ পরিচালনা করেছেন ইলিংওয়ার্থ। চার বার আইসিসির সেরা আম্পায়ারের খেতাব পেয়েছেন। ফাইনালে তিনি ৯৯ তম ম্যাচ পরিচালনা করতে চলেছেন। আর পল রাইফেল ৯৫ ম্যাচে আম্পায়ারিং করেছেন।
