আজকাল ওয়েবডেস্ক: মহিলা ক্রিকেটের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আসন্ন মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো সম্পূর্ণ মহিলা আম্পায়ারিং প্যানেল এবং ম্যাচ অফিসিয়াল প্যানেল রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। অর্থাৎ, মহিলা ক্রিকেট বিশ্বকাপ পরিচালনার পুরো দায়িত্ব থাকছে মহিলাদের হাতেই। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে চলেছে বিশ্বকাপের ১৩তম আসর।
আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে কার্টেন রেজার হবে টুর্নামেন্টের। আইসিসি জানিয়েছে, চারজন প্রাক্তন ও অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে গঠিত হয়েছে ম্যাচ রেফারি প্যানেল। এই তালিকায় রয়েছেন শান্দ্রে ফ্রিৎস, ট্রুডি অ্যান্ডারসন, জি.এস. লক্ষ্মী এবং মিশেল পেরেইরা।
১৪ জন আম্পায়ারের তালিকায় রয়েছেন অভিজ্ঞ ক্লেয়ার পোলোসাক, জ্যাকুলিন উইলিয়ামস এবং সু রেডফার্ন। যারা এর আগে দু’বার বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয়বারের মতো থাকছেন লরেন এগেনব্যাগ ও কিম কটন, যারা ২০২২ সালে অস্ট্রেলিয়ার সপ্তম শিরোপাজয়ের আসরেও আম্পায়ারিং করেছিলেন। উল্লেখ্য, সম্পূর্ণ মহিলা আম্পায়ার ও অফিসিয়াল প্যানেল প্রথমবারের মতো দেখা গিয়েছিল ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমস এবং সর্বশেষ দুটি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে এবারই প্রথম তা বাস্তবায়িত হচ্ছে মহিলা ক্রিকেট বিশ্বকাপে।
এই ঐতিহাসিক ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘মহিলা ক্রিকেটের অগ্রগতিতে এটি এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। সম্পূর্ণ মহিলা ম্যাচ অফিসিয়াল প্যানেল নিযুক্ত করা শুধুই একটা মাইলফলক বা ঐতিহাসিক সিদ্ধান্ত নয়, বরং ক্রিকেটে লিঙ্গ সমতার প্রতি আমাদের অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন’।
উল্লেখ্য, মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল। উদ্বোধন অসমের গুয়াহাটিতে। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষাল। মাঠ ভরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইপিএলের গত মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ইডেন গার্ডেন্সে গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এ বার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।
এ বারের বিশ্বকাপের সঙ্গীত ‘ব্রিং ইট হোম’–ও গেয়েছেন শ্রেয়া। প্রথম বার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের। তাঁদের সেই বার্তা দিতেই তৈরি করা হয়েছে এ বারের গান। ভারতের মাঠগুলিতে বিশ্বকাপের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা। আইসিসি–র এই সিদ্ধান্তের পিছনে একটি কারণ রয়েছে। এখন মেয়েদের ম্যাচে ভালই দর্শক হয়। ভারতের মাঠে তা চোখে পড়েছে।
আইসিসি চাইছে, বিশ্বকাপের ম্যাচে যাতে একটিও আসন ফাঁকা না থাকে। সেই কারণে টিকিটের দাম কম রাখা হয়েছে। এ বার দু’টি পর্যায়ে হবে টিকিট বিক্রি। প্রথম পর্যায়ে ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। অনলাইনে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যে সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে টিকিট কাটা যাবে। ৯ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায় শুরু হবে। তখন অবশ্য টিকিটের সর্বনিম্ন দাম কত রাখা হবে তা জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
মহিলা বিশ্বকাপের আম্পায়ারিং প্যানেল: লরেন এগেনব্যাগ, ক্যান্ডেস লা বর্ডে, কিম কটন, সারাহ দাম্বানেভানা, শাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলইস শেরিডান, গায়ত্রী ভেনুগোপালন, জ্যাকুলিন উইলিয়ামস।
মহিলা বিশ্বকাপের ম্যাচ রেফারি তালিকা: ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎস, জি.এস. লক্ষ্মী, মিশেল পেরেইরা।
