আজকাল ওয়েবডেস্ক: গেতাফেকে হারিয়ে উঠেও স্বস্তি নেই রিয়াল মাদ্রিদ শিবিরে। ২৭ এপ্রিল কোপা দেল রে-র ফাইনাল। এল ক্লাসিকোর আগে কিন্তু রীতিমতো চিন্তায় রিয়াল শিবির। কার্লো অ্যানচেলোত্তির দলের ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা চোটের কবলে। কোপা দেল রে ফাইনালে এই দুই ফুটবলারকে না পাওয়ারই সম্ভাবনা রিয়ালের। 

আর্দা গুলারের গোলে স্বস্তি জয় পায় রিয়াল। কিন্তু চোটের লাল চোখ রিয়াল ড্রেসিংরুমে অস্বস্তি বাড়াল। 

প্রথম একাদশে ছিলেন ডিফেন্ডার আলাবা। মিডফিল্ডার কামাভিঙ্গা নামেন পরিবর্ত হিসেবে। দুই ফুটবলারই ম্যাচটা শেষ করতে পারেননি। 

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে অ্যানচেলোত্তি একপ্রকার নিশ্চিত করে জানিয়ে দেন, কোপা দে রে ফাইনালে দু'জনের কাউকেই পাওয়া যাবে না। 

চোটের কারণে কিলিয়ান এমবাপেও ফাইনালে নামতে পারবেন কিনা সন্দেহ। এখনও তিনি নিশ্চিত নন। লেফট ব্যাক ফেরলদ মঁদি আরও আগে থেকে মাঠের বাইরে। চোট আঘাত সমস্যা বড় হয়ে দেখা যাচ্ছে রিয়াল শিবিরে। 

লা লিগায় বার্সা ও রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন চার। গেতাফের বিরুদ্ধে রিয়াল জেতায় ৩৩ ম্যাচে ২২টি জয় ও ৬টি ড্রয়ে ৭২ পয়েন্ট রিয়ালের। সম সংখ্যক ম্যাচ খেলে বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে সবার উপরে।

 

কোপা দেল রে-র ফাইনাল ২৭ এপ্রিল। সেভিয়ায় মুখোমুখি দুই দল।  ১১ মে লিগের ফিরতি এল ক্লাসিকো হবে ন্যু ক্যাম্পে। ওই ম্যাচটিই লা লিগার চ্যাম্পিয়ন স্থির করবে বলে মনে করা হচ্ছে।