আজকাল ওয়েবডেস্ক: আগামী শুক্রবার থেকে শুরু বর্ডার-গাভাসকার ট্রফির আগে আবারও ইনজুরির মুখে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল গলার কাছে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। প্রথম টেস্টের আগে ওয়াকায় অনুশীলন করছে ভারতীয় ক্রিকেট দল। জানা গিয়েছে, মঙ্গলবার নেট সেশন চলাকালীন গলার কাছে বলের আঘাত পান জয়সওয়াল। ইতিমধ্যেই শুভমান গিলের আঙুলের চোট এবং অধিনায়ক রোহিত শর্মার প্রথম টেস্ট মিসের খবরে দুশ্চিন্তায় রয়েছে ভারতীয় শিবির। পাঁচ ম্যাচের এই হাই-ভোল্টেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২২ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে। এই পরিস্থিতিতে আরও চোটের খবর সামনে এলে বড় ধাক্কা হতে পারে ভারতের জন্য।
তবে এক রিপোর্টে জানানো হয়েছে, এদিন ওয়াকায় অনুশীলন চলাকালীন ফিল্ডিং করার সময় যশস্বী জয়সওয়াল পিঠে বলের আঘাত পান। তবে গুরুতর কোনও ক্ষতি হয়নি। আঘাত পাওয়ার পরও তিনি নেট সেশনে ব্যাটিং চালিয়ে যান এবং প্রায় ৩৫ মিনিট ব্যাট করেন। ফলে, মনে করা হচ্ছে তিনি প্রথম টেস্টে মাঠে ফিট হয়েই মাঠে নামতে পারেন। প্রথম টেস্টের আগে গিলের চোট ভারতের জন্য বড় উদ্বেগের কারণ। সিরিজের প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। ভারতীয় দলের ওপেনিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের দায়িত্ব রয়েছে যশস্বী জয়সওয়ালের ওপর। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকার ট্রফি ধরে রাখার লক্ষ্যে ভারতীয় দল মরিয়া।
