আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গল প্রো টি-২০ লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন সুনিধি চৌহান। বলিউডের শাকিরার তালে মেতেছিল ক্রিকেটের নন্দনকানন। সমাপ্তি অনুষ্ঠানেও বড় চমকের আশা ছিল। কিন্তু তেমন বিশেষ কিছু থাকছে না। লেজার শো এবং আতশবাজির প্রদর্শনী থাকছে। ছেলেদের ফাইনালে দুই ইনিংসের বিরতিতে থাকবে ৩-৪ মিনিটের লেজার শো। ম্যাচের শেষে আতশবাজির প্রদর্শনী। একদিন আগেই ছবির প্রচারে এসে ইডেনে ঘুরে গিয়েছেন আদিত্য রায় কাপুর এবং সারা আলি খান। স্টেডিয়াম আলোকিত করে দুই বলিউডি তারকা। ফাইনালে বিশেষ কোনও আকর্ষণ থাকছে না। দ্বিতীয় বছরে টুর্নামেন্টের মান নিয়ে সন্তুষ্ট সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। ভবিষ্যতে আরও উন্নতির আশায়। স্নেহাশিস বলেন, 'দু'বছর ধরে এই টুর্নামেন্ট হচ্ছে। আমরা উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকভাবে করতে চেয়েছিলাম। এবার প্লেয়ারদের মান ভাল। খেলা ভাল হচ্ছে। আগের বার বড় মাঠে খেলার অভ্যাস ছিল না। এবার সুপার লিগ ফরম্যাটে হচ্ছে। টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল বাংলা থেকে প্লেয়ার তুলে আনা। খালি মাঠে খেলার চাপ নেই। কিন্তু টিভিতে সম্প্রচার হওয়ার চাপ আছে। যতদিন টুর্নামেন্ট এগোবে, আরও ভাল হবে।'
বেঙ্গল প্রো লিগে শনিবার ছেলেদের ফাইনালে মুখোমুখি অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স এবং মুর্শিদাবাদ কিংস। শুক্রবার প্রথম সেমিফাইনালে লাক্স শ্যাম কলকাতাকে ১১ রানে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে হাওড়া। ১৫৭ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। অন্য সেমিফাইনালে হারবার ডায়মন্ডসকে ১৪ রানে হারিয়ে ফাইনালে ওঠে মুর্শিদাবাদ কিংস। এই নিয়ে পরপর দু'বার ফাইনালে উঠল মুর্শিদাবাদ। প্রথমে ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রান করে মুর্শিদাবাদ। অধিনায়ক সুদীপ কুমার ঘরামী ৪৮ বলে ৭৯ রান করেন। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে হারবার ডায়মন্ডসের ইনিংস। দুটো সেমিফাইনালেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। শনিবার দুপুরে মেয়েদের ফাইনালে মুখোমুখি সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।
