আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় শেষ পর্বে পৌঁছে গিয়েছে। অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, এই চারটি দল ফাইনালের ছাড়পত্র জোগাড়ের জন্য লড়ছে। শেষ ল্যাপে কোন দুটো দল বাকিদের পিছনে ফেলে এগিয়ে যাবে তা নিয়ে কৌতূহল বাড়ছে। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাসপোর্ট জোগাড় করার দৌড়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা খুব উজ্জ্বল। শ্রীলঙ্কার সুযোগ আছে ঠিকই। তবে খুব ক্ষীণ। 

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার উপরে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দুটো টেস্ট রয়েছে প্রোটিয়াদের। 

অন্যদিকে ভারতের দুটো টেস্ট বাকি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।  বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। আর শেষ টেস্ট ম্যাচটি হবে সিডনিতে। এই দুটো ম্যাচ  ভারতের কাছে মরণবাঁচনের। দুটো ম্যাচ জিতলে সরাসরি ভারত পৌঁছে যাবে ফাইনালে। 

তবে ভারতীয় ব্যাটারদের যা অবস্থা, তাতে দুটো ম্যাচ জেতা কঠিন বলেই মনে হচ্ছে। তবে  ভারতের কাজটা সহজ করে দিতে পারে ক্রিকেট মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে পাকিস্তান যদি অঘটন ঘটাতে পারে তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা বেড়ে যাবে ভারতের। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যদি একটি ম্যাচ জেতে এবং অপরটি ড্র করে, তাহলে টিম ইন্ডিয়ার পয়েন্ট পার্সেন্টেজ হবে ৫৭.০২। এই পয়েন্টের মাধ্যমে সরাসরি ফাইনালে যাওয়ার ছাড়পত্র পাবে না ভারত। 

এই ক্ষেত্রে পাকিস্তান ভারতের কাজটা সহজ করে দিতে পারে। পাকিস্তান যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অন্তত একটি টেস্ট ম্যাচ জিততে পারে, তাহলে ভারতের সম্ভাবনা উজ্জ্বল হবে। পাকিস্তান ১-০-এ সিরিজ জিতলে ভারতেরই সুবিধা। 

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ফলাফল যদি ১-১  হয়, তাহলে ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের দিকে। অস্ট্রেলিয়া যদি দ্বীপরাষ্ট্রের মাটিতে ২-০-এ সিরিজ জেতে, তাহলে ভারত আর ফাইনালে পৌঁছতে পারবে না। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল পর্যন্ত ভারতকে অপেক্ষা করতে হবে না যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান সিরিজ জিতে যায়। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ফলাফল যদি বাবর আজমের পক্ষে ২-০ হয়, তাহলে ফাইনালে যাওয়ার সুযোগ  ভারতেরই। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতা কঠিন ব্যাপার। এশিয়ার একমাত্র দেশ হিসেবে শ্রীলঙ্কা নেলসন ম্যান্ডেলার দেশে গিয়ে সিরিজ জিতে এসেছে। ফলে পাকিস্তানের উপরে চাপ রয়েছে, বলাই বাহুল্য। 

যদি ভারত ও অস্ট্রেলিয়া একটি করে ম্যাচ জেতে, সেক্ষেত্রে পাকিস্তানকে অতি অবশ্যই ২-০-এ হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এই ফলাফল হলে ভারতই পৌঁছবে ফাইনালে। অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কাকে সিরিজে হারিয়েও দেয়, তবুও দক্ষিণ আফ্রিকাকে টপকে ভারতই যাবে ফাইনালে।