আজকাল ওয়েবডেস্ক: দাবার মঞ্চে নতুন ইতিহাস রচনা করলেন ভারতের ১৮ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। চিনের বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে ফাইনালের চূড়ান্ত ১৪তম গেমে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিলেন তিনি।
এই জয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। এর আগে এই তালিকায় নাম ছিল একমাত্র কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের। ফাইনালে ১৩টি টানটান গেমের পর দুই প্রতিযোগীরই পয়েন্ট ছিল ৬.৫। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দুজনেরই এক পয়েন্টের প্রয়োজন ছিল।
বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন গুকেশ? নিয়ম অনুযায়ী, প্রতিটি গেম জিতলে প্রতিযোগী পাবেন ২ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.৬৯ কোটি টাকা। গুকেশ তিনটি গেম জিতেছেন। ফলে তাঁর পকেটে ৬ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫.০৭ কোটি টাকা।
গুকেশের প্রতিপক্ষ লিরেন আবার জিতেছেন দুটি গেম। তিনি পান ৪ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩.৩৮ কোটি টাকা। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ২৫ লক্ষ ডলার।
নিয়ম অনুযায়ী, বাকি ১৫ লক্ষ ডলার দুই প্রতিযোগীর মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হবে। এর ফলে গুকেশের মোট প্রাপ্ত অর্থের পরিমাণ ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় হিসেব করলে যার পরিমাণ হয় ১১.৪৫ কোটি টাকা। গুকেশের প্রতিপক্ষ লিরেনের প্রাপ্ত অর্থ প্রায় ৯.৭৫ কোটি টাকা।
