আজকাল ওয়েবডেস্ক:‌ ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। লর্ডসে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। জয়ী ও রানার্স দল কত টাকা পুরস্কারমূল্য পাবে তা জানিয়ে দিল আইসিসি। গত দু’‌বারের তুলনায় এবার পুরস্কারমূল্য দ্বিগুণ করা হয়েছে। এবারের সর্বমোট পুরস্কারমূল্যও গত দু’‌বারের চেয়ে দ্বিগুণ করা হয়েছে।


জানা গেছে জয়ী দল পাবে প্রায় ৩১ কোটি টাকা। যা ২০২১ ও ২০২৩ এর তুলনায় প্রায় দ্বিগুণ। রানার্স দল পাবে আনুমানিক ১৮ কোটি ৫০ লক্ষ টাকা ভারতীয় মুদ্রায়। দু’‌বারের রানার্স আপ ও এবারে তৃতীয় স্থান পাওয়া ভারত পাবে প্রায় ১২ কোটি ৩১ লক্ষ টাকা।


আইসিসি চেয়ারম্যান জয় শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, ‘‌এই চ্যাম্পিয়নশিপে বিভিন্ন দলের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। যার সমাপ্তি ঘটবে দুটো সেরা দলের ফাইনালের মাধ্যমে। আমি নিশ্চিত লর্ডসে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার খেলা ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন। আইসিসির পক্ষ থেকে দুই দলকেই জানাই শুভেচ্ছা।’‌


প্রসঙ্গত, ২০২৩–২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে দক্ষিণ আফ্রিকা শীর্ষ স্থানে থেকে ফাইনালে গেছে। দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কাকে। আর ড্র করে ভারতের বিরুদ্ধে। 


অন্যদিকে অস্ট্রেলিয়া ভারতকে ৩–১ হারিয়ে ফাইনালে যায়। এছাড়াও অস্ট্রেলিয়া হারিয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে। 


এবার তৃতীয় সংস্করণ। প্রথমবার জিতেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয়বার অস্ট্রেলিয়া। দু’‌বারই রানার্স হয় ভারত। এবারও ফাইনালে অস্ট্রেলিয়া। জিতলে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে অস্ট্রেলিয়া।