আজকাল ওয়েবডেস্ক: বুধবার ব্রিসবেন টেস্ট ড্র হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ কিছুটা কঠিন হল ভারতের। বৃষ্টি এবং আলোর সমস্যায় পঞ্চম দিনের শেষ সেশনের খেলা মাঝপথেই বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে টেস্টের ভবিষ্যৎ জানাই ছিল। তাই বৃষ্টি থামার অপেক্ষা করা হয়নি। দুই অধিনায়কের সঙ্গে আলোচনা করে ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা। এই রেজাল্টে কিছুটা হলেও সমস্যায় পড়ল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে বরাবরই ছিল অস্ট্রেলিয়া। এবার সেই তালিকায় ঢুকে পড়েছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাও। 

বর্ডার-গাভাসকর‌ সিরিজের শেষ দুটো টেস্ট জিততে পারলে, রোহিত অ্যান্ড কোম্পানি অনায়াসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করবে। সেক্ষেত্রে বাকিদের রেজাল্টের অপেক্ষা করতে হবে না। ভারত ২-১ এ সিরিজ জিতলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-০ তে জিততে হবে। বা সিরিজ ১-১ ড্র হতে হবে। যদি বাকি দুই টেস্টের একটি করে জেতে ভারত, অস্ট্রেলিয়া এবং সিরিজ ২-২ ড্র হয়, তাহলে অঙ্ক কিছুটা জটিল হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ২-০ তে হারাতে হবে শ্রীলঙ্কাকে। তবে এই অঙ্কগুলো কার্যকরী হবে যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি ম্যাচ হারে পাকিস্তান। 

বর্ডার-গাভাসকর ট্রফি ২-২ ড্র হলে, এবং অস্ট্রেলিয়া ২-০ তে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলেও, ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ তে হারাতে হবে পাকিস্তানকে। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ায় অনেকগুলো অঙ্ক চলে এসেছে। তবে ভারত মেলবোর্ন এবং সিডনি টেস্ট জিততে পারলে কোনও অঙ্কের প্রয়োজন পড়বে না। সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবেন রোহিরা।‌ প্রথম তিন টেস্টের তুলনায় মেলবোর্ন এবং সিডনিতে কিছুটা সুবিধা পাবে টিম ইন্ডিয়া। তাই বর্ডার-গাভাসকর সিরিজ জিতে সরাসরি লর্ডসের টিকিট হাতে পেতে চাইবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।‌