আজকাল ওয়েবডেস্ক: কানপুরের পরে বেঙ্গালুরু। আবার ভিলেন বৃষ্টি। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম আড়াই দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। কার্যত দু'দিনে টেস্ট জেতেন রোহিতরা। এবার বেঙ্গালুরুতেও একই আতঙ্ক। তবে এবার প্রতিপক্ষ তুলনায় শক্তিশালী নিউজিল্যান্ড। যদিও কিউয়িরা শ্রীলঙ্কার কাছে দুরমুশ হয়ে ভারতে খেলতে এসেছে। তবে বৃষ্টি ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশায় জল ঢেলে দিতে পারে। টানা বৃষ্টির জন্য এখনও মাঠে এক বলও গড়ায়নি। টস করাই সম্ভব হয়নি। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। টানা তৃতীয়বার ফাইনাল খেলার হাতছানি। প্রথম দুই পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে হারেন রোহিতরা। তৃতীয় প্রচেষ্টায় বাজিমাত করার চেষ্টা। তবে তাতে প্রধান বাধা বৃষ্টি। বেঙ্গালুরুর আবহাওয়া একেবারেই আশা জাগাচ্ছে না। বৃষ্টির জন্য প্রথম টেস্টের প্রথম দুই সেশনের খেলা ভেস্তে গিয়েছে। চা-পানের বিরতি ঘোষণা করে দেওয়া হয়। প্রথম তিন দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরো খেলা হওয়ার সম্ভাবনাই নেই। যার ফলে বেঙ্গালুরু টেস্টে মীমাংসা হওয়ার সম্ভাবনা কমছে। এটাই সমস্যায় ফেলতে পারে রোহিত, কোহলিদের। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে একনম্বরে রয়েছে ভারতীয় দল। ৭৪.২৪ শতাংশ পয়েন্ট টিম ইন্ডিয়ার। ১১ ম্যাচের মধ্যে রয়েছে ৮টি জয়, ২টি হার এবং একটি ড্র। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। অজিদের পয়েন্ট ৬২.৫০। শ্রীলঙ্কার পয়েন্ট ৫৫.৫৬। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে এই দুই দলেরও। ভারত এই দৌড়ে এগিয়ে থাকলেও ফাইনালের টিকিট নিশ্চিত করতে বাকি আট টেস্টের মধ্যে তিনটে জিততেই হবে। বাংলাদেশের বিরুদ্ধে ২-০ তে সিরিজ জিতে কিউয়িদের বিরুদ্ধে নামছে ভারত। নিউজিল্যান্ডকে ওয়াইটওয়াশ করতে পারলেই বর্ডার-গাভাসকর ট্রফির আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে রোহিতদের। সেক্ষেত্রে আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের অপেক্ষা করতে হবে না। ফুরফুরে মেজাজেই ২২ নভেম্বর পারথে নামতে পারবেন রোহিত, বিরাটরা। সেই লক্ষ্যেই ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে নামবে রোহিত অ্যান্ড কোম্পানি। ফর্মের বিচারে ঘরের মাঠে ফেভারিট ভারত। কিন্তু বৃষ্টির জন্য যদি বেঙ্গালুরু টেস্ট ড্র হয়ে যায়, তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা টেস্ট জিততেই হবে ভারতকে। বর্ডার-গাভাসকর ট্রফি পর্যন্ত ভাগ্য ঝুলিয়ে রাখতে চাইবেন না রোহিতরা।‌ ঘরের মাঠেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টিকিট হাতে পেতে চান। যদি বৃষ্টি তাঁদের সেই ইচ্ছায় জল না ঢেলে দেয়।